আমনের ভালো ফলন ও দাম পাওয়ায় দ্বিগুণ উৎসাহে বোরো আবাদ করেছেন নড়াইলের কৃষকরা

0
292

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধিঃ

নড়াইল জেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে নড়াইল জেলার তিনটি উপজেলায় ৪০ হাজার ৯৫৭ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও অর্জিত হয়েছে ৪৬ হাজার ১৮৫ হেক্টর জমিতে। গত বছর থেকে চলতি বছর ৫ হাজার ২২৮ হেক্টর বেশি জমিতে বোরো আবাদ হয়েছে। বিগত কয়েক বছরের তুলনায় চলতি বছর ধানের ফলনও বেশি হবে বলে আশা করছে কৃষি বিভাগ। ফলে কৃষি বিভাগের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে এ জেলায়। বাম্পার ফলনের আশা করছেন কৃষকরাও। জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, তিনটি উপজেলার মধ্যে লোহাগড়ায় এবার সবচেয়ে বেশি বোরো আবাদ হয়েছে। এর মধ্যে জেলার কাড়ার বিল, নলদিরচর বিল, মরিচপাশার বিল, চাঁচই বিল, আকদিয়ার বিল, রুইয়ের বিল, কৈয়ের বিল, ভাটিয়ার বিল, খলিয়ার বিল, হবশাত্রার বিল, মুলিয়ার বিল, আইড়োর বিল, ইছামতির বিল, নুন জলার বিল, নলাবিল, মাইজপাড়ার বিলসহ জেলার বিভিন্ন বিলে বোরোর আবাদ বেশি দেখা গেছে। এ এলাকার অধিকাংশ কৃষক বিদ্যুৎ চালিত পাম্প দিয়ে পানি সেচ দেন। ১৫ দিন ধরে সময়মতো বিদ্যুৎ পাচ্ছেন না বলে অভিযোগ তাদের। অন্তত আগামী দুই মাস নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের আবেদন করেছেন তারা। একই সঙ্গে গত বছর আমন মৌসুমের মতো বোরোতেও ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকারের হস্তক্ষেপ চান কৃষকরা। এ ব্যাপারে নড়াইল পল্লীবিদ্যুৎ সমিতি কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) দিলীপ কুমার গাইন, নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়কে বলেন, কৃষকদের মাঝে যথাযথভাবে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। বোরো আবাদের কথা চিন্তা করে চেষ্টা করা হচ্ছে বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন রাখার। তবে এর জন্য রাত ১১টার পর পাম্প চালুর জন্য কৃষকদের পরামর্শ দেন তিনি। নড়াইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক চিন্ময় রায়,গণমাধ্যমকর্মী নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়কে জানান, সময়মতো বীজ, সার ও কীটনাশক পাওয়ায় গত কয়েক বছরের তুলনায় চলতি বছর নড়াইলে বেশি বোরো আবাদ হয়েছে। আশা করছি, এ বছর বোরো আবাদে বাম্পার ফলন পাবেন জেলার কৃষকরা। আগামী দুই মাস কৃষকদের মাঝে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে সংশ্লিষ্ট দপ্তরকে অনুরোধ করবেন বলেও আশ্বাস দেন তিনি।

খবর ৭১/ইঃ

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here