আবুধাবিতে চার খুনে ১০ বাংলাদেশি শ্রমিক গ্রেপ্তার

0
632

খবর ৭১: আবুধাবিতে চারজনকে খুনের অভিযোগে ১০ বাংলাদেশি শ্রমিককে গ্রেপ্তার করেছে সেখানকার পুলিশ। তাদের বিরুদ্ধে নিজেদের কক্ষে পতিতাবৃত্তির অভিযোগও পেয়েছে পুলিশ। খবর খালিজ টাইমসের
পুলিশ জানায়, মুসাফফাহ শিল্প এলাকায় শ্রমিকরা থাকতেন। প্রতিবেশী একজন পুলিশকে ওই বাড়ি থেকে দুর্গন্ধের খবর জানায়। পুলিশ গিয়ে সেখানে চারজনের মৃতদেহ পায়। এদের মধ্যে দুইজন নারী এবং দুইজন পুরুষ। তাদের পরিচয় জানা না গেলেও তারা এশীয় বংশোদ্ভূত। বেশ কয়েকদিন আগেই তাদের হত্যা করা হয়েছিল বলে পুলিশ ধারণা করছে।
আবুধাবির শ্রম আইন অনুযায়ী, শ্রমিক আবাসনে নারীদের উপস্থিতি সম্পূর্ণ নিষিদ্ধ। পুলিশ জানায়, প্রাথমিক তদন্তের পর ওই বাড়িটির দায়িত্বে থাকা ১০ বাংলাদেশি শ্রমিককে গ্রেপ্তার করা হয়। তদন্তে জানা গেছে, বাংলাদেশিরা তাদের কক্ষ ভাড়া দিতো নারী-পুরুষের শারীরিক সম্পর্কের জন্য। নারীদেরকে পুরুষের পোশাকে কক্ষে নিয়ে আসা হতো বলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদে শ্রমিকরা স্বীকার করেছে।
গ্রেপ্তারকৃতরা হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ অস্বীকার করলেও তাদের কক্ষের একজন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে জানিয়েছে। তবে কারণ জানা যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here