আবারো ইসরাইলি হামলা: ৪ ফিলিস্তিনি নিহত

0
437

খবর৭১:অধিকৃত গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনী আবারো হামলা চালিয়েছে। এতে ৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। শনিবার গাজার দক্ষিণাঞ্চলের রাফা শহরে ভারী গোলা নিক্ষেপ করলে হতাহতের এ ঘটনা ঘটে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

ফিলিস্তিনের স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, পূর্ব রাফায় হামাস নেতাদের লক্ষ্যবস্তুতে ইসরাইলি বাহিনী ট্যাঙ্ক নিয়ে হামলা চালিয়েছে। এতে চারজন নিহত হয়েছেন।

এদিকে, ইসরাইলি সেনাবাহিনী গাজায় এই হামলার কথা স্বীকার করেনি। তাদের দাবি, গাজার দক্ষিণাঞ্চল সীমান্তে একটি নিরাপত্তা চৌকির কাছে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

অন্যদিকে, বার্তা সংস্থা রয়টার্স ফিলিস্তিনের একটি জিহাদি গোষ্ঠীর বরাতে জানিয়েছে, শনিবার গাজায় একটি বিস্ফোরণে তাদের চার সদস্য নিহত হয়েছেন।

প্রসঙ্গত, অধিকৃত গাজা উপত্যকায় গত ৩০ মার্চ থেকে ফিলিস্তিনিরা বিক্ষোভ করছেন। বিক্ষোভে ইসরাইলি সেনাদের গুলিতে ইতিমধ্যে ৩৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here