আবারো আফ্রিকার বর্ষসেরা সালাহ

0
264

খবর৭১:আবারো আফ্রিকার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতলেন লিভারপুলের মিশরীয় উইঙ্গার মোহাম্মদ সালাহ। মঙ্গলবার (৮ জানুয়ারি) সেনেগালের রাজধানী ডাকারে এক অনুষ্ঠানে তার নাম ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে মোহাম্মদ সালাহ’র হাতে বর্ষসেরার পুরস্কার তুলে দেন লাইবেরিয়ার প্রেসিডেন্ট জর্জ উইয়া। এই পুরস্কারের দৌঁড়ে সালাহ পেছনে ফেলেছেন তারই ক্লাব সতীর্থ সেনেগালের সাদিও মানে ও আর্সেনালের গ্যাবন স্ট্রাইকার পিয়েরি-এমরিক আবামেয়াংকে।

৩৪ জন ফুটবলারের মধ্যে সেরা তিন বেছে নিয়েছিলো কনফেডারেশন অফ আফ্রিকান ফুটবল। এ নিয়ে টানা দ্বিতীয়বার বর্ষসেরার পুরস্কার জিতলেন সালাহ।

মিশরকে বিশ্বকাপে নেয়া মোহাম্মদ সালাহ গত মৌসুমে তার ক্লাব লিভারপুলকেও উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে তুলতে দারুণ ভূমিকা রাখেন। ২০১৭-১৮ মৌসুমে লিভারপুলের হয়ে প্রিমিয়ার লিগে রেকর্ড ৩২টি গোল করেছিলেন সালাহ। আর সব প্রতিযোগিতা মিলিয়ে তিনি ৪৪টি গোল করেন।

দারুণ মৌসুম কাটানো আবামেয়াংয়ের গোল ১৬টি। আর ক্লাব ও জাতীয় দলের হয়ে ১০টি গোল রয়েছে সাদিও মানের।
খবর৭১/জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here