আবারও ‘বাংলাদেশিদের’ বহিষ্কারের হুমকি অমিতের

0
316

খবর ৭১ঃ আসামে এনআরসির তালিকা নিয়ে বেশ কিছু দিন ধরেই ‘অবৈধ বাংলাদেশি’দের ভারত থেকে তারানো হুমকি দিয়ে আসছেন ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি-বিজেপির নেতারা। এই হুমকি দিতে বাদ জাননি দলের সভাপতি ও সাধারণ সম্পাদকও।

সেই সবের ধারাবাহিকতায় আবারও একই হুমকি দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। তিনি বলেছেন, ‘শিগগিরই ভারতের অন্যান্য রাজ্যে নাগরিকপঞ্জি (এনআরসি) করা হবে। পশ্চিমবঙ্গেও এনআরসি করা হবে এবং বাংলাদেশী ‘অবৈধ’ অভিবাসীদের বের করে দেয়া হবে।’

শনিবার (১৫ সেপ্টেম্বর) তেলাঙ্গনা রাজ্যের মাহবুবনগরে এক জনসভায় শাসক দলের এই সভাপতি বলেন, ‘বাংলাদেশের মতো দেশগুলোর অবৈধ অভিবাসী শুধু নিরাপত্তার ক্ষেত্রেই হুমকি নয়। একই সঙ্গে তারা ভারতীয় নাগরিকদের কাজ নিয়ে নিচ্ছে।

তিনি সেখানে আরও বলেন, ‘অবৈধ বাংলাদেশী অভিবাসী হায়দরাবাদ ও মাহবুবনগর জেলায়ও আছে। তাদের নাগরিকত্ব বাতিল করার পর বের করে দেয়া হবে কিনা সে বিষয়ে মুখ খোলা উচিত তেলাঙ্গনা রাজ্যের মুখ্যমন্ত্রী কালভাকুন্তলা চন্দ্রশেখর রাওকে।’

গত মঙ্গলবারও অমিত শাহ একই হুমকি দিয়েছেন। রাজস্থানের জয়পুরে দলীয় কর্মীদের এক সভায় অমিত শাহ বলেন, ‘বিজেপির সংকল্প হল, ভারতের মাটিতে একজনও বাংলাদেশি অনুপ্রবেশকারীকে থাকতে দেবে না। তাদেরকে বেছে বেছে এখান থেকে বিতাড়িত করা হবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here