আবারও ঢাকার ছবিতে কলকাতার ইন্দ্রনীল

0
219

খবর৭১ঃঢাকার একটি ছবিতে সম্প্রতি অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন কলকাতার ইন্দ্রনীল সেনগুপ্ত। নতুন এই ছবির নাম ‘নন্দিনী’

ছবিটি পরিচালনা করছেন সোয়াইবুর রহমান রাসেল। বাংলাদেশি লেখক পরিতোষ বাড়ৈর ‘নরক নন্দিনী’ উপন্যাস অবলম্বনে ছবিটি নির্মিত হচ্ছে। এর গল্প ও সংলাপ লিখেছেন লেখক নিজেই।

আর চিত্রনাট্য লিখেছেন তামজীদ রহমান। আগামী ২০ সেপ্টেম্বর থেকে ছবিটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

এ ছবি প্রসঙ্গে কলকাতা থেকে মুঠোফোনে ইন্দ্রনীল বলেন, ‘নন্দিনী ছবির গল্পের চিত্রনাট্য ও বাকি সবই আমার পছন্দ হয়েছে। এমন চরিত্রে আমি এর আগে কখনই অভিনয় করিনি। এ ছাড়া সমাজের এমন নির্দিষ্ট বিষয়বস্তু সম্পর্কের পটভ‚মিতে নির্মিত সিনেমায় আমি আগে কাজ করিনি। সেই সঙ্গে এটি একটি ভিন্ন রকমের ভালোবাসার গল্প। এটি আমার জন্য খুবই চ্যালেঞ্জিং। আমি এমন ধরনের চরিত্রেই অভিনয় করতে পছন্দ করি যা আমার ব্যক্তিত্বের সঙ্গে মানানসই হয়।’

ছবির গল্প প্রসঙ্গে তিনি বলেন, ‘হতে পারে এটি একই শহরের গল্প। কিন্তু শহরে বিভিন্ন রকমের মানুষ ও মানুষের গল্প রয়েছে যা বলা যেতে পারে। তাই এখন আমি খুবই ভিন্নরকম একটি গল্পের অংশ, যা আমি আগে কখনো করিনি। এবং আমি মনে করি না অন্যদের থেকে ব্যতিক্রম কিছু করতে আমার কোন সমস্যা হবে।’

এ ছবিতে ইন্দ্রনীলের বিপরীতে অভিনয় করবেন টিভি নাটকের একজন অভিনেত্রী। তবে তার নাম এখনই বলতে নারাজ পরিচালক রাসেল।

তিনি বলেন, ‘একটা মেয়ের সংগ্রামী জীবনের গল্প দেখা যাবে নন্দিনী ছবিতে, যার জীবনের পরতে পরতে লুকিয়ে রয়েছে গল্প। ছবিটির মধ্য দিয়ে আমরা সমাজের মানুষের কাছে একটা মেসেজ দিতে চাই।’

প্রসঙ্গত, কয়েক বছর আগে ‘চোরাবালি’ দিয়ে ঢাকাই ছবিতে অভিষেক হয়েছিল ইন্দ্রনীলের। সর্বশেষ তাকে দেখা গেছে ‘সম্রাট’ ছবিতে।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here