আবারও জরিমানার কবলে আড়ং

0
355

খবর৭১ঃ আবারও কম দামের পাঞ্জাবি বেশি দামে বিক্রি করায় জরিমানা গুণতে হল দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ড আড়ংকে

আড়ংয়ের বিরুদ্ধে কাওছার আহমেদ নামের এক ক্রেতার অভিযোগ প্রমাণিত হওয়ায় এ জরিমানা করা হয়েছে বলে গণমাধ্যমকে জানান তিনি।

মঙ্গলবার রাজধানীর বাসাবোর আড়ং আউটলেটকে ৫০ হাজার টাকা জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার।

ওই ক্রেতার অভিযোগ, ৮৩৬ টাকার পাঞ্জাবি ১ হাজার ২১১ টাকায় বিক্রি করেছে আড়ংয়ের বাসাবো আউটলেট।

বিস্তারিত বর্ণনায় মনজুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, সম্প্রতি ৮৩৬ টাকায় বাসাবো আড়ং আউটলেট থেকে একটি পাঞ্জাবি কেনেন কাওছার আহমেদ। একই পাঞ্জাবি পরবর্তীতে কিনতে গেলে তার থেকে দাম রাখা হয় ১ হাজার ২১১ টাকা।

এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরে আড়ংয়ের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেন তিনি।

ভোক্তার এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে শুনানিতে বিষয়টি প্রমাণ হয়। অতঃপর গ্রাহকের সঙ্গে প্রতারণার অপরাধে আড়ংয়ের বাসাবো আউটলেটকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here