আবারও কলঙ্কিত পাকিস্তান ক্রিকেট, শেহজাদ ৪ মাস নিষিদ্ধ

0
307

খবর ৭১: পাকিস্তানের অন্যতম তারকা ব্যাটসম্যান আহমেদ শেহজাদকে ডোপের আইন ভঙ্গ করার দায়ে সব ধরনের ক্রিকেট থেকে চার ‍মাসের নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি)। চলতি বছরের ১০ জুলাই থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে।
ডোপের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে পিসিবি চেয়ারম্যান এহসান মানি বলেন, ‘ক্রিকেটারদের নিষিদ্ধ কোনো পদার্থ সেবনের ব্যাপারে আমরা এক বিন্দুও ছাড় দেব না।’
এর আগে পাকিস্তানের ঘরোয়া টুর্নামেন্টর পকিস্তান কাপ চলাকালে নিষিদ্ধ পদার্থ সেবনের অভিযোগ প্রমাণিত হয় এই টপঅর্ডার ব্যাটসম্যানের বিরুদ্ধে।
পিসিবির অ্যান্টিং ডোপিং আইনের দুটি ধারা লঙ্ঘন করেছেন শেহজাদ। তবে আইন ভঙ্গ করার বিষয়টি মেনে নিলেও তিনি জানান, কোনো ধরনের প্রতারণা বা পারফরম্যান্স ভালো করার উদ্দেশ্যে এমনটি করেননি।
আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে শেহজাদের এই নিষেধাজ্ঞা শেষ হবে নভেম্বরের ১০ তারিখ। এর মাঝে পিসিবি তাকে পুনর্বাসনে রাখবে।
খবর ৭১/ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here