আবারও উত্তাল হয়ে ওঠেছে কাতালোনিয়ার রাজপথ

0
588

খবর৭১পাঁচ নেতাকে জেলে পাঠানোর প্রতিবাদে আবারও উত্তাল হয়ে ওঠেছে স্পেনের স্বাধীনতাকামী অঞ্চল কাতালোনিয়ার রাজপথ। প্রাদেশিক রাজধানীতে হাজার হাজার মানুষ স্বাধীনতার দাবিতে জড়ো হয়েছে।

জানা গেছে, কাতালোনিয়ার স্বাধীনতা ঘোষণায় জড়িত থাকায় ওই নেতাদের জেলে পাঠানোর আদেশ দেন আদালত।
শুক্রবার সন্ধ্যায় কাতালোনিয়া রিপাবলিকের নামে নতুন পতাকা নিয়ে রাজপথে জড়ো হয়েছেন। এত স্বাধীনতার দাবিতে আবারও উত্তপ্ত হয়ে ওঠেছে কাতালোনিয়া। ওই পাঁচ স্বাধীনতাকামী নেতাকে কারাদণ্ডের প্রতিবাদ জানাতে বিক্ষোভকারীরা রাজপথে জড়ো হলেও, এখন সেই আন্দোলন আবারও স্বাধীনতার দাবিতে গিয়ে ঠেকেছে।

গত বছরের অক্টোবরে কাতালোনিয়ার সংসদ স্বাধীনতা ঘোষণা করে। তবে স্পেনের সরকার সেই স্বাধীনতা প্রত্যাখ্যান করে। একইসঙ্গে দেশটির সর্বোচ্চ আদালত কাতালোনিয়া সংসদের স্বাধীনতা ঘোষণাকে অবৈধ ঘোষণা করে, দেশটির আঞ্চলিক নেতাদের বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এদিকে ইউরোপীয় ইউনিয়নসহ পশ্চিমা বিশ্ব কাতালোনিয়ার স্বাধীনতা ঘোষণাকে স্বীকৃতি দেয়নি।

জানা গেছে, গতকাল দেশটির সর্বোচ্চ আদালত স্বাধীনতাকামী নেতা ও কাতালোনিয়ার আঞ্চলিক সরকারের প্রেসিডেন্ট জর্ডি টুরুল, সাবেক সংসদ সদস্য জুসেপ রুল, রায়ুল রুমেভা এবং ডলরস বাসা।

এ ছাড়া সংসদের সাবেক প্রেসিডেন্ট কেরমে ফোরসেডেলেকে জেলে পাঠানোর আদেশ দেওয়া হয়। তাদের কেউ জামিনের জন্য আবেদন করতে পারবে না বলে জানা গেছে।
এদিকে আদালতের ওই আদেশের পরপরই কাতালোনিয়ায় জড়ো হতে শুরু করে হাজার হাজার বিক্ষোভকারী। এসময় পুলিশ তাদের উপর লাটিচার্জ করে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এদিকে পুলিশের লাটিচার্জের পরও বিক্ষোভকারীরা রাজপথ ছাড়েনি। এতে আবারও স্পেনের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় পড়েছে দেশটির নেতৃবৃন্দ।

খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here