আবারও অনুপ্রবেশকারীদের তাড়ানোর হুমকি অমিত শাহ’র

0
342

খবর৭১ঃ আবারও পশ্চিমবঙ্গ থেকে অনুপ্রবেশকারীদের তাড়ানোর হুমকি দিয়েছেন ক্ষমতাসীন বিজেপির সভাপতি অমিত শাহ।

মঙ্গলবার (৭ মে) পশ্চিমবঙ্গের পৃথক তিনটি জনসভায় যোগ দিয়ে অমিত শাহ তার ভাষণে বলেন, ‘যারা অন্য দেশ থেকে শরনার্থী হিসেবে ভারতে এসেছেন তাদের নাগরিকত্ব দিলেও অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে বের করে তাড়ানো হবে।’

এসময় তিনি উপস্থিত জনতার উদ্দেশ্যে প্রশ্ন রাখেন- পশ্চিমবঙ্গ থেকে অনুপ্রবেশকারীদের তাড়ানো উচিত কি না?

একইদিন পশ্চিম মেদিনীপুরের ঘাটালের জনসভায় ‘জয় শ্রীরাম’ স্লোগানে মমতা বন্দ্যোপাধ্যায় কেন এত রাগান্বিত হয়েছেন তা নিয়েও প্রশ্ন তোলেন অমিত শাহ।

তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গে ‘জয় শ্রীরাম’ বললে মমতা গাড়ি থামিয়ে জেলে ঢুকানোর হুমকি দেন।’ এসময় তৃণমূলের বিরুদ্ধে সিন্ডিকেট, চাঁদাবাজিরও অভিযোগ তোলেন বিজেপি সভাপতি।

দ্বিতীয়বার মোদীর নেতৃত্বে বিজেপির ক্ষমতায় আসা নিয়ে আশাবাদ ব্যক্ত করে অমিত শাহ বলেন, ‘গোটা ভারতে এখন একটাই আওয়াজ- পূর্ব-পশ্চিম-উত্তর-দক্ষিণে একটাই ধ্বনি- ‘মোদী…মোদী’। ২৩ মে’র পর মোদীজিই পুনরায় ভারতের প্রধানমন্ত্রী হবেন।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here