আফ্রিদির টুইটের জবাবে যা বললেন শচীন

0
293

খবর৭১: টুইটারে কাশ্মীর নিয়ে শহিদ আফ্রিদির মন্তব্যের পর ভারতীয় ক্রিকেট সমর্থকসহ সাবেক ও বর্তমান ভারতীয় ক্রিকেটারদের তোপের মুখে পড়ছেন তিনি। গৌতম গম্ভীর, বিরাট কোহলির পর এবার আফ্রিদিকে পাল্টা আক্রমণ করলেন শচীন টেন্ডুলকার ও শিখর ধাওয়ান।

বৃহস্পতিবার টুইটারে ভারতীয় ওপেনার শিখর ধাওয়ান নিজের বিধ্বংসী স্টাইলে লেখেন, ‘আগে নিজের দেশের হাল ঠিক কর। নিজের মতো নিজের কাছে রাখ। নিজের দেশের জন্য আমরা যা করেছি সেটাই ঠিক। আমাদের কী করতে হবে আমরা জানি। তোমাকে এসব ব্যাপারে নাক গলাতে হবে না৷’

প্রায় একই ঢঙ্গে আফ্রিদির টুইটের জবাব দিয়েছেন মাস্টার ব্লাস্টার। পাক-ক্রিকেটারের টুইট-সংক্রান্ত প্রশ্নের জবাবে এক সংবাদমাধ্যমকে সচিন বলেন, ‘ আমাদের দেশের ব্যাপারে কোনও বহিরাগতের মন্তব্য করার দরকার নেই। ওখানে থাকা ভারতীয় প্রতিনিধিরা বিষয়টির গুরুত্ব বুঝে সিদ্ধান্ত নিতে সমর্থ।’

এর আগে দেশের স্বার্থে বন্ধু শাহিদ আফ্রিদিকেও কড়া বার্তা দিয়েছিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। বুধবার বেঙ্গালুরুতে আইপিএলে প্র্যাকটিসের মাঝে বিরাট সাংবাদিকদের জানিয়েছিলেন,‘একজন ভারতীয় হিসেবে আমি সব সময় দেশের ভালো চাইব। দেশের স্বার্থে পাশে দাঁড়াব। যদি কেউ এর বিরোধিতা করে, তবে তাকে সমর্থন করার প্রশ্ন নেই।’

সেই সঙ্গে বিরাট আরও জানিয়েছিলেন, ‘পুরো বিষয়টি না জেনে আমি বিশেষ কোনও মন্তব্য করতে চাই না। তবে দেশের প্রতি আমার সমর্থন সব সময় থাকবে।’

বিরাট ছাড়াও কাশ্মীর নিয়ে আফ্রিদিকে একহাত নেন টিম ইন্ডিয়ার বাঁহাতি ব্যাটসম্যান সুরেশ রায়নাও। টুইটারে তিনি লেখেন, ‘কাশ্মীর ভারতের অবিছেদ্য অংশ। এটা ভারতেরই থাকবে। আমাদের পূর্বপুরুষরা এখানেই জন্মেছেন। আমি আশা করব, আফ্রিদি ভাই পাকিস্তান আর্মিকে আমাদের কাশ্মীরে সন্ত্রাসবাদ ও যুদ্ধের প্রস্তুতি বন্ধ করতে বলবে। আমরা শান্তি চাই।’
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here