আফগান শিবিরে বড় ধাক্কা

0
315

খবর৭১ঃআফগানিস্তানের বিপক্ষে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। ৯৯ রান তুললেই আফগানিস্তান হারায় ৪ ব্যাটসম্যান। জিমি নিশাম ফাঁদে ফেলেন ৩ ব্যাটসম্যানকে আর একটি নেন লোকি ফার্গুসন। ২২ ওভার ২ বল খেলা হবার পর বৃষ্টির কারণে বন্ধ রয়েছে খেলা। আউট হয়ে সাঝঘরে ফেরেন হজরতউল্লাহ জাজাই ৩৪, নুর আলী জাদরান ৩১, রহমত শাহ ০ ও গুলবাদিন নাঈব ৪ রানে। হাসমতউল্লাহ শহীদি ১৩ ও মোহাম্মদ নবী ৯ রানে ক্রিজে রয়েছেন।

বিশ^কাপে আজকের দিনের দ্বিতীয় খেলাটি টন্টনে অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় খেলা শুরু হয়।

প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ১০ উইকেটের বড় ব্যবধানে জয় পায় কিউইরা।
দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে হারায় ২ উইকেটে। তাই আফগানিস্তানের বিপক্ষে জয়ের ধারাবাহিকতা ধরে রাখতেই মাঠে নেমেছে উইলিয়ামসনের দল।

অন্যদিকে প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৭ উইকেটে হারে আফগানিস্তান। পরের ম্যাচে শ্রীলঙ্কার কাছে সহজ ম্যাচ হেরে যায় তারা। তাই কিউইদের বিপক্ষে কঠিন হলেও ঘুরে দাঁড়াতে চায় গুলবাদিন নাঈবের দল।

নিউজিল্যান্ড একাদশ
মার্টিন গাপটিল, কলিন মুনরো, কেন উইলিয়ামসন (অধিনায়ক), রস টেইলর, টম ল্যাথাম (উইকেটরক্ষক), জেমস নিশাম, কলিন ডি গ্র্যান্ডহোম, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট।

আফগানিস্তান একাদশ
হজরতউল্লাহ জাজাই, নুর আলী জাদরান, রহমত শাহ, হাসমতউল্লাহ শহীদি, মোহাম্মদ নবী, গুলবাদিন নাঈব (অধিনায়ক), ইকরাম অলিখিল, নাজিবুল্লাহ জাদরান, রশিদ খান, আফতাব আলম ও হামিদ হাসান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here