আফগানিস্তানে আইএস-তালেবান হামলা

0
404

খবর৭১:আফগানিস্তানে ইসলামিক স্টেট (আইএস) ও তালেবানের কয়েকটি হামলায় অন্তত ২৭ জন নিহত হয়েছেন। শনিবার রাজধানী কাবুলসহ আরো কয়েকটি স্থানে ওই হামলাগুলো চালানো হয়।

নিহতদের বেশিরভাগই সেনাসদস্য। দেশটির কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন।
কর্মকর্তারা জানান, শনিবার দিবাগত রাতে আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ফারাহ-এ সবচেয়ে প্রাণঘাতী হামলা হয়েছে। সেনাবাহিনীর একটি ফাঁড়িতে তালেবান জঙ্গিদের হামলায় ২২ সৈন্য নিহত হন।

তারা জানান, শনিবার রাজধানী কাবুলে অপর এক আত্মঘাতী হামলায় নিরাপত্তাবাহিনীর অন্তত তিন কর্মকর্তা নিহত হন। কাবুলের কেন্দ্রস্থলে কূটনৈতিক এলাকায় বোমার বিস্ফোরণ ঘটায় ওই আত্মঘাতী ব্যক্তি।

এদিকে, জঙ্গিগোষ্ঠী আইএস এ হামলায় দায় স্বীকার করেছে বলে জানিয়েছে স্থানীয় বার্তা সংস্থা।

অন্যদিকে, একইদিন দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশেও আত্মঘাতী হামলা চালানো হয়। এ হামলায় সেনাবাহিনীর দুই সদস্য নিহত হয়েছেন।

খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here