আদালত চত্বরে কঠোর নিরাপত্তা বেষ্টনী

0
644

খবর ৭১: রাজধানীর বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত ঢাকার বিশেষ জজ-৫ এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। এই আদালতে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ ৬ জনের বিষয়ে রায় ঘোষণা করা হবে।

রায়কে কেন্দ্র করে আশপাশ এলাকায় কঠোর নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হয়েছে। বকশিবাজার মোড়ে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। চানখাঁরপুল মোড়ে নিরাপত্তা তল্লাশি চৌকি বসানো হয়েছে। বকশিবাজারের আশপাশে রাস্তাতেও পুলিশ সদস্যরা অবস্থান করছেন। আশপাশের সব দোকানপাট বন্ধ রয়েছে।

এর মধ্যে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আইনজীবীরা বকশি বাজারে আসতে শুরু করেছেন। ইতোমধ্যে এ মামলার আসামি ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ ও মাগুরার বিএনপির সাবেক সাংসদ কাজী সালিমুল হক কামাল কারাগার থেকে আদালতে হাজির করা হয়েছে।

গত ২৫ জানুয়ারি যুক্তিতর্ক শুনানি শেষে ঢাকার বিশেষ জজ-৫ আদালতের বিচারক আকতারুজ্জামান রায়ের জন্য দিন ঠিক করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here