‘আদালতের মর্যাদা ক্ষুণ্ণ ও বিচার প্রভাবিত করার মতো খবর প্রত্যাশিত নয়’

0
320

খবর৭১ঃ বিচারাধীন বিষয়ে খবর প্রকাশে নিষেধ করে হাইকোর্ট প্রশাসনের বিজ্ঞপ্তির পর এবার নিজেদের বক্তব্য স্পষ্ট করেছে সুপ্রিমকোর্ট।

মঙ্গলবার দেয়া নতুন এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আদালতের মর্যাদা ক্ষুণ্ণ ও বিচার প্রভাবিত করার মতো খবর প্রত্যাশিত নয়।

সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল জাকির হোসেনের সই করা বিজ্ঞপ্তিটিতে বলা হয়, বাংলাদেশ সুপ্রিমকোর্ট সব সময় সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী। আদালতের ভাবমূর্তি ও মর্যাদা ক্ষুণ্ণ হয় এবং বিচারকার্য প্রভাবিত হয়, এমন সংবাদ পরিবেশন বা প্রচার প্রত্যাশিত নয়।

নতুন বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বর্ণিত অবস্থার প্রেক্ষিতে বিগত ১৬ মে জারিকৃত বিজ্ঞপ্তি স্পষ্টীকরণ করা হলো। বিষয়টি সংশ্লিষ্ট সবাইকে অবহিত করা হলো।

এর আগে ১৬ মে হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার গোলাম রব্বানীর সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ইদানিং কোনো কোনো ইলেকট্রনিক মিডিয়া তাদের চ্যানেলে এবং কোনো কোনো প্রিন্ট মিডিয়া তাদের পত্রিকায় বিচারাধীন মামলা সংক্রান্ত বিষয়ে সংবাদ পরিবেশন/স্ক্রল করছে, যা একেবারেই অনভিপ্রেত।

‘এমতাবস্থায়, বিচারাধীন কোনো বিষয়ে সংবাদ পরিবেশন/স্ক্রল করা হতে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে অনুরোধ করা হল।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here