আজ মুখোমুখি নেপাল বনাম ভুটান এবং বাংলাদেশ বনাম পাকিস্তান

0
654

খবর ৭১: সাত বছর আগে ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে ফুটবল লড়াইয়ে বাংলাদেশ ও পাকিস্তান মুখোমুখি হয়েছিল। সেবার বিশ্বকাপ ফুটবলের প্রাক বাছাইয়ে বাংলাদেশ ৩-০ গোলে পাকিস্তানকে হারিয়েছিল। পাকিস্তানের বিপক্ষে জয়ের পাল্লায় বাংলাদেশ এগিয়ে, এ পর্যন্ত ১৭ বার মুখোমুখি হয়ে বাংলাদেশ জিতেছে সাত বার। ড্র হয় ৫ ম্যাচ। আর ২০১৩ সালে নেপালে সাফের খেলায় বাংলাদেশ হেরেছিল ১-২ গোলে। সাফ ফুটবলের আজকে খেলায় বাংলাদেশ যদি পাকিস্তানকে হারাতে পারে তাহলে সেমিফাইনালের টিকিট পেয়ে যাবে। আর যদি ড্র হয় তাহলেও সম্ভাবনা শেষ হয়ে যাবে না। কিন্তু হেরে গেলে বাংলাদেশ খাদের কিনারায় চলে যাবে। গ্রুপ থেকে বিদায়ের ঘন্টাও বেজে উঠতে পারে।

সাফের প্রথম খেলায় বাংলাদেশ ২-০ গোলে ভুটানকে হারিয়ে গতকাল অনুশীলন করেনি। বিকাল ৪টায় কমলাপুর স্টেডিয়ামে যাওয়ার কথা থাকলেও সেটি দুপুরেই বাতিল করেন কোচ। ভুটানের বিপক্ষে যারা খেলেননি তাদের পাঠিয়ে ছিলেন হোটেলের সুইমিংপুলে এবং বিকালে জিমে পাঠিয়েছিলেন সব খেলোয়াড়দের। হালকা গা গরমের জন্য। কিছু ফুটবলারের হালকা ব্যথা আছে। জেমি বলছিলেন, ‘খেলার পরদিন এমনটা হয়। ঘাড়ে ব্যথা, এখানে ব্যথা। আমি পরে ঠিক করে নেব কারা সেরা একাদশে থাকবে। সবাই ফিট থাকলে হয়ত ভুটানের বিপক্ষে যারা খেলেছেন তারাই খেলবেন।’ কোচ জানিয়েছেন, পাকিস্তানের বিপক্ষে অধিনায়ক থাকবেন জামাল ভুইয়া।

পাকিস্তানের কোচ হোসে এন্টনিও ধানমন্ডি শেখ জামালের মাঠে অনুশীলন শেষে সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশ আমাদের চেয়ে এগিয়ে। ঘরের মাঠ, ঘরের দর্শক এটা বাড়তি সুবিধা বাংলাদেশের জন্য। নেপালের বিপক্ষে পাওয়া জয় আমাদের মানসিক শক্তি বাড়িয়ে দিয়েছে। তবে ম্যাচের কৌশল কী হবে সেটা নিয়ে এখন কিছু বলতে চাই না।’

আজকের খেলা: নেপাল বনাম ভুটান এবং বাংলাদেশ বনাম পাকিস্তান। বঙ্গবন্ধু স্টেডিয়ামে ৪টা ও ৭টায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here