আজ পটুয়াখালী ও বরগুনা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

0
260

খবর৭১:শনিবার (২৭ অক্টোবর) সকালে, পটুয়াখালীতে নির্মাণাধীন এক হাজার ৩শ’ বিশ মেগাওয়াট পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের নতুন আবাসস্থল ‘স্বপ্নের ঠিকানার’ দলিল ও চাবি হস্তান্তর করবেন তিনি।সকাল ১০টার দিকে হেলিকপ্টারে করে পটুয়াখালী যাওয়ার কথা রয়েছে তার।

এছাড়া ৫টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর ও ১৬টি উন্নয়ন কর্মকাণ্ডের ফলক উন্মোচন ও সুধী সমাবেশে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। বিকেলে বরগুনার তালতলীতে জনসভায় যোগদান করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর আগমন কেন্দ্র করে সাজসাজ রব পুরো এলাকায়। এরইমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে স্থানীয় প্রশাসন। পুরো শহর ছেয়ে গেছে বিভিন্ন ব্যানার ফেস্টুনে। তার সফরকে নির্বিঘ্ন করতে পর্যাপ্ত নিরাপত্তা-ব্যবস্থা নিয়েছে পুলিশ প্রশাসন।
খবর৭১/জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here