আজ কবি ও সাংবাদিক এম আহমদ আলী সাহিত্য রত্নের ২৭ তম মৃত্যু বার্ষিকী

0
255

স্টাফ রিপোর্টার চৌগাছা (যশোর) ॥ যশোরের চৌগাছার কৃতি সন্তান কবি ও সাংবাদিক এম আহমদ আলী সাহিত্য রতেœর আজ ২৭তম মৃত্যু বার্ষিকী। ১৯৯১ সালের এই দিনে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুবার্ষিকীতে নানা কর্মসূচি গ্রহন করা হয়েছে।
এম আহমদ আলী সাহিত্যরতœ উপজেলার কয়ারপাড়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯০৫ সালে জন্ম গ্রহন করেন। তিনি কোলকাতা বিশ্ববিদ্যালয়ের আওতাভুক্ত লক্ষনপুর হাইস্কুল থেকে কৃতিত্বের সাথে ৪র্থ শ্রেনী পাশ করেন। ১৯২১ সালে যশোরের জিটি গুরু ট্রেনিং স্কুলে ভর্তি হন এবং মাত্র ১৪ বছর বয়সে জিটি পাশ করে শিক্ষাকতা পেশায় আত্মনিয়োগ করেন। তার প্রচেষ্টায় ধীরে ধীরে এলাকার বিভিন্ন গ্রামে প্রাথমিক বিদ্যালয় মাদ্রাসা ও মক্তবসহ ৩৫ টি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠে। ১৯৪৭ সালে দেশ বিভাগের পূর্বে ১৯৪৫ সাল থেকে ১৯৬৭ সাল পর্যন্ত কোলকাতা থেকে প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকার যশোর প্রতিনিধি হিসাবে সাংবাদিকতা করেন। ১৯৫৮ সাল হতে ১৯৬২ সাল পর্যন্ত তার সম্পাদনায় মাসিক নকিব পত্রিকা যশোর থেকে প্রকাশিত হয়। ১৯৬০ সালে যশোর গেজেট পত্রিকার শেষ সম্পাদকের দায়িত্ব পালন করেন। এছাড়া ১৯৬৮ সাল হতে ১৯৭৭ সাল পর্যন্ত খুলনা থেকে প্রকাশিত সাপ্তাহিক জনবর্তার কার্যনির্বাহী সম্পাদক ছিলেন। সাহিত্য সংস্কৃতি, সাংবাদিকতা, সমাজসেবা, ধর্মপরায়নতা ছিল তার জীবনের বৈশিষ্ঠ। শিক্ষক হিসাবে সমাজে ওস্তাদজি নামে খ্যাত ছিলেন। আর সাংবাদিকতা সুবাদে সমাজে সাহিত্যিক হিসাবে পরিচিতি লাভ করেন। তার সাহিত্য কর্মের মধ্যে কাব্যে আমপারা ও ফাগুন এসেছে ফিরে কাব্য গ্রন্থ্য দুটি তৎকালিন সময়ে আলোড়ন সৃষ্টি করে। এ ছাড়া তার রচিত পাক যশোরের কাব্য ভূগোল, অপ্রকাশিত গ্রন্থ্য যুগান্তর, শিশুর মেধা বিকাশে ছড়া ও কবিতা উল্লেখযোগ্য। ব্যক্তি জীবনে তিনি সাদাসিধে জীবন যাপন করতেন। ২০০৬ সালে চৌগাছা পাবলিক লাইব্রেরী তাকে (মরনত্তর) সম্মাননা প্রদান করেন। ২০১০ সালে যশোর প্রেসক্লাব বৃহত্তর যশোরের কৃতিবান সাংবাদিক ক্রেষ্ট (মরনত্তর) প্রদান করেন। ১৯৯১ সালে এই খ্যাতিমান মানুষের নামানুসারে কয়ারপাড়ার কড়াইতলা স্থানকে আহমদ নগর নামে নামকরণ করা হয়। ১৯৯১ সালের ২৮ নভেম্বর তিনি সকলকে কাঁদিয়ে চলে যান না ফেরার দেশে। মহান এই ব্যক্তির মৃত্যু বার্ষিকী উপলক্ষে আহমদ আলী সাহিত্য-সংস্কৃতি পরিষদের উদ্যোগে চৌগাছা রিপোর্টার্স ক্লাবে বিকাল ৪ টায় আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন। অনুরুপ আহমদ নগর বাইতুল জান্নাহ জামে মসজিদে বাদ মাগরিব মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here