আজ ঐ‌তিহা‌সিক মহাস্থান গড়ে শেষ বৈশাখী সাধু সন্যাসীদের মিলন মেলা!

0
817

এম এম আতাউর রহমান জয়পুরহাট প্রতিনিধি:

আজ বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার ঐতিহাসিক মহাস্থান গড়ে হজরত শাহ্ সুলতান মাহী ছোয়ার বলখী (রহঃ)এর বাৎসরিক ওরশ মোবারক ও জটাধারী গাঞ্জিকা সেবিদের মিলন মেলা । প্রতি বৎসরের ন্যায় এ বৎসরে ও উদযাপিত হচ্ছে, জর এই মেলাকে ঘিরেই মহাস্থান গড় মাজার এলাকায় কয়েক দিন আগে থেকে বিভিন্ন এলাকা থেকে জটাধারী,গাঞ্জিকা সেবীগন মহাস্থান শাহ্ সুলতান (রহঃ) এর মাজার এলাকা, সহ মহাস্থানের আসে পাসে আস্তানা গেরে বসেছে ।
অপরদিকে মাজার, মসজিদ কমিটির পক্ষ থেকে শাহ্ সুলতান বলখী (রহঃ) এর বাৎসরিক ওরশ মোবারক উপলক্ষে গোটা মাজার এলাকা নতুন সাজে সাজানো হয়েছে । আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য গত মঙ্গলবার মহাস্থান গড় ঈদগাহ মাঠে সুধী সমাবেশে রায়নগর ইউপি চেয়ারম্যানের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসাবে বক্তব্যে রাখেন শিবগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা শুশান্ত কুমার মাহতো,তিনি বলেন সকলের সহযোগিতায় আইন শৃঙ্খলা রক্ষা করা হবে। পোষাকধারী ও সাদা পোষাকে পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনী থাকবে,যাতে করে কোথাও কোন প্রকার আইন শৃঙ্খলার অবনতি না ঘটে,সেই জন্য আইন শৃঙ্খালা বাহিনী সহ সকল জন গনকে সজাগ থাকার আহবান জানান। সারা রাত ব্যাপি বাউল সন্যাসিরা নেচে গেয়ে রাত কাটাবে এবং ধর্মপ্রান মুসল্লীগন মসজিদে বয়ান শুনে ও ইবাদত বন্দিগীর মাধ্যমে এই রাতকে স্বরন করবে।

খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here