আজমিরীগঞ্জে উপনির্বাচনে ভোগ গ্রহণ চলছে

0
199

মঈনুল হাসান রতন, হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জ জেলার ভাটি লখ্যাত আজমিরীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আজ ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। বুধবার (২৫ জুলাই) সকাল ৮টা থেকে টানা বিকাল ৪টা পর্যন্ত চলবে ভোট। পুরো উপজেলায় ৪৪টি ভোট কেন্দ্রের মধ্যে ৩৬টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।সূত্রে জানা যায়, উপনির্বাচনে তিনজন প্রার্থী লড়াই করছেন।তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মিসবাহ উদ্দিন ভূঁইয়া(নৌকা), বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট সাইদুল আমিন চৌধুরী শিরুল (ধানের শীর্ষ) ও সাবেক চেয়ারম্যান আতর আলী মিয়ার ছেলে স্বতন্ত্র প্রার্থী আলা উদ্দিন (আনারস)।উপজেলাটি একটি পৌরসভা ও পাঁচটি ইউনিয়ন নিয়ে গঠিত। ইউনিয়নগুলো হচ্ছে- আজমিরীগঞ্জ সদর, বদলপুর, জলসুখা, শিবপাশা ও কাকাইলছেও। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ৭৭ হাজার ৯৭০ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৩৯ হাজার ৮৪ জন ও নারী ভোটার ৩৮ হাজার ৮৮৬ জন।নির্বাচনে প্রিসাইডিং অফিসারে দায়িত্বে রয়েছেন ৪৪ জন, সহকারী প্রিসাইডিং অফিসার ২৩০ জন ও পোলিং অফিসার ৪৬০ জন। আইন শৃংখলা রক্ষার দায়িত্বে রয়েছেন ৫৮৩ জন পুলিশ, ৪৫ জন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ৪০ জন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্য।এছাড়া আইনশৃংখলা বাহিনীর সহায়ক হিসেবে ৫২৮ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন।ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ সফিউল আলম জানান, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রশাসন সব প্রস্তুতি গ্রহণ করেছে। অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা জানান, নির্বাচনে আইন শৃংখলা রক্ষার জন্য পুলিশ ও বিজিবির পাশাপাশি আনসারাও দায়িত্ব পালন করবে। ইতোমধ্যে সুষ্ঠুভাবে ভোট গ্রহণের জন্য সব প্রস্তুতি নেয়া হয়েছে।উল্লেখ্য, গত ৩০ এপ্রিল উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আতর আলী মিয়া মারা যান। নিয়ম অনুযায়ী কোনো জনপ্রতিনিধি মারা গেলে সেখানে উপ-নির্বাচনের কথা রয়েছে। হিসেবে গত ১৯ মে স্থানীয় সরকার মন্ত্রণালয় আজমিরীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করে বাংলাদেশ নির্বাচন কমিশনে চিঠি পাঠানো হয়। এর পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন ২৫ জুলাই এ উপজেলায় উপনির্বাচনের তারিখ ধার্য্য করে।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here