আজমিরীগঞ্জের সংঘর্ষে দুই মাসের অতঃসত্বা মহিলা সহ আহত হয়েছেন ১৫ জন

0
473
আজমিরীগঞ্জের সংঘর্ষে দুই মাসের অতঃসত্বা মহিলা সহ আহত হয়েছেন ১৫ জন

খবর৭১ঃ

মঈনুল হাসান রতন, হবিগঞ্জ প্রতিনিধিঃ সারা বিশ্বের সাথে বাংলাদেশও যখন করোনা প্রতিরোধ নিয়ে চিন্তিত, প্রশাসনের পাশাপাশি পুলিশ যখন দিনরাত জীবনের ঝুকি নিয়ে করোনা প্রতিরোধে সরকারী নির্দেশনা অনুযায়ী হাট কাজের সামাজিক দূরত্ব বজায় রাখা, অকারনে ঘরের বাহিরে বের না হওয়া, কোরান্টাইন মেনে চলা সহ আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সারাদিন যখন ব্যস্ত সময় পাড় করছে ঠিক তখনোই থামানো যাচ্ছে না হবিগঞ্জের আজমিরীগঞ্জ গ্রাম্য দাঙ্গা ৷

আজমিরীগ়ঞ্জে জলসুখা ইউনিয়নের নোয়াগড় গ্রামের আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষের ৩ দিন পরই মঙ্গবার সন্ধ্যায় সদর ইউনিয়নের ফতেহপুর গ্রামে সংঘর্ষের পরদিন বুধবার (১লা এপ্রিল) বদলপুর ইউনিয়নের পিটুয়ারকান্দা গ্রামে পৈত্রিক সম্পত্তি থেকে মাঠি উত্তোলন নিয়ে আপন দুই ভাইয়ের সংঘর্ষে দুই মাসের অতঃসত্বা মহিলা সহ আহত হয়েছেন ১৫ জন৷ ঘঠনার বিবরনে স্হানীয় সুত্রে জানা যায় বুধবার সকাল আনুমানিক ৮টার দিকে পিটুয়ারকান্দা গ্রামের মৃত মোহাম্মদ আলীর পুত্র মুজিবর মিয়া ও সফিক মিয়ার মধ্যে পৈত্রিক জায়গায় মাটি কাটাকে কেন্দ্র করে আপন দুই ভাইয়ের মধ্যে তর্বিতর্কের সুত্র ধরে উভয় পক্ষ সংঘর্ষে জড়িযে পরে৷খবর পেয়ে আজমিরীগঞ্জ থানার পুলিশ ঘঠনাস্হলে গিয়ে পরিস্হিতি নিয়ন্ত্রনে আনে৷

সংঘর্ষে আহতরা হলো মুজিবুর মিয়া (৫০) পিতাঃ মৃত মোহাম্মদ আলী মোশাহিদ মিয়া (২৫) পিতাঃ মুজিবুর মিয়া, নজরুল ইসলাম (২২)পিতাঃ মুজিবুর মিয়া, সাজেদা বেগম (৪০) স্বামী মুজিবুর মিয়া, তোফিক মিয়া(৩০)পিতা মৃত মোহাম্মদ আলী, হান্নান মিয়া (৩০) পিতা, আহাম্মদ আলী, সেলিলা বেগম (২২) স্বামী তোফিক মিয়া৷ পরে স্হানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে ভর্তি করে, এদের মধ্যে আশংকাজনক অবস্হায় কয়েক জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়৷

এবিষয়ে আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোশারফ হোসেন তরফদার ঘঠনার সত্যতা স্বীকার করে বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্হিতি নিয়ন্ত্রনে আনে, পরিস্হিতি বর্তমানে শান্ত রয়েছে, আজমিরীগঞ্জ থানা পুলিশ আজমিরীগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি করোনা (কোভিড-১৯) প্রতিরোধে বিভিন্ন হাট বাজার সহ গ্রামাঅঞ্চলে আজমিরীগঞ্জ বাসীকে সচেতন করতে সচেতনতামুলক প্রচারনা অব্যাহত রয়েছে৷ এবং সংঘর্ষ প্রতিরোধে ইতিমধ্যে জলসুখা নোয়াগড় গ্রামে অস্হায়ী পুলিশ ক্যাম্প বসানো হয়েছে ৷ আইন শৃঙ্খলা পরিস্হিতি এখন স্বাভাবিক রয়েছে৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here