আগামী ৫ বছরে ছাতক-দোয়ারাকে মডেল উপজেলায় পরিনত করা হবে —মুহিবুর রহমান মানিক এমপি

0
289

ছাতক প্রতিনিধিঃ
ছাতক-দোয়ারা নির্বাচনী এলাকার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, অর্থনীতিকে সুষ্ট পরিচালনা করে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন শেখ হাসিনা। উন্নত বিশ্বের মতো এ দেশেও এখন মেট্রোরেল চালু হতে যাচ্ছে। উন্নতী ও অগ্রগতির পাশাপাশি মানবতার সেবায়ও বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা প্রশংসিত হয়েছেন। নির্যাতিত রোহিঙ্গা মুসলিমদের আশ্রয় দিয়ে মানবতার নেত্রী শেখ হাসিনা দেশে-বিদেশে প্রশংসা লাভ করেছেন। ছাতক-দোয়ারার উন্নতির ফিরিস্থি তুলে ধরে এমপি মানিক বলেন, আগামী ৫ বছরের মধ্যে ছাতক-দোয়ারাকে দেশের শ্রেষ্ঠ মডেল উপজেলায় পরিনত করা হবে। গতকাল বৃহস্পতিবার বিকেলে ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নে ৬৫ লাখ টাকা ব্যয়ে কুচবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নব নির্মিত ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে বিদ্যালয় সংলগ্ন মাঠে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশিষ্ট শিক্ষানুরাগী হাজী হেলাল উদ্দিনের সভাপতিত্বে ও যুবলীগ নেতা মুরাদ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, উপজেলা প্রকৌশলী আবুল মনসুর মিয়া, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক সৈয়দ আহমদ, ইউপি চেয়ারম্যান আব্দুল হেকিম, সাবেক চেয়ারম্যান লায়েক মিয়া, হাজী আফাজ উদ্দিন, ইউআরসি ইন্সট্রাকটর মোস্তফা আহসান হাবিব, আওয়ামীলীগ নেতা সামছুজ্জামান রাজা। বক্তব্য রাখেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি রাসেল মাহমুদ, সিলেট মহানগর ছাত্রলীগ নেতা শাহ নেওয়াজ প্রমুখ। সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক আব্দুল মোনায়েম। এসময় ইউপি চেয়ারম্যান কাজী আনোয়ার মিয়া, আওয়ামীলীগ নেতা চান মিয়া চৌধুরী, আব্দুল জব্বার খোকন, ফজলে করিম লিলু, আব্দুস ছালাম, মাফিজ আলী, আব্দুল খালিক, মাওলানা মাহফুজুর রহমান, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি বাবুল রায়, শ্রমিকলীগ নেতা আব্দুল কদ্দুছ, আওয়ামীলীগ নেতা মহিউদ্দিন, ডাঃ এবিএম সিদ্দিক, স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সম্পাদক আব্দুল আলিম, ইউপি সদস্য আমিনুল ইসলাম, শ্রমিকলীগ নেতা স্বপন তরফদার, উপজেলা যুবলীগের সহ সভাপতি দোলোয়ার মাহমুদ জুয়েল বক্স, স্থানীয় হাজী আব্দুস সামাদ, হাজী সামছুল হক, হাজী ছুরত মিয়া, হাজী আব্দুল কবির, আব্দুন নুর, রিয়াজুল হক, আমির উদ্দিন, আলী নুর, রুকন মিয়া, মাসুক মিয়া, ইকবাল হোসেন, সামছুল ইসলাম, ওমর আলী সুন্দর আলী, সাকিব মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন। সভার শুরুতে পবিত্র কোরআন তেলোওয়াত করেন হাফিজ খালেদ আহমদ।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here