আগামী ১২ জানুয়ারি শুরু হতে যাচ্ছে বিশ্ব ইজতেমা

0
429

খবর৭১:টঙ্গীর তুরাগ তীরে আগামী ১২ জানুয়ারি শুরু হবে বিশ্ব ইজতেমা। বাংলাদেশে ধর্মপ্রাণ মুসলমানদের সবচেয়ে বড় গণজমায়েত হলো এ বিশ্ব ইজতেমা। ইতিমধ্যে তাবলিগ জামাতের স্বেচ্ছাসেবীদের নিরলস পরিশ্রমে ইজতেমার প্রস্তুতি চলছে পুরোদমে। ইতিমধ্যে ইজতেমার প্রায় অর্ধেক কাজ সম্পন্ন হয়ে গেছে। আগামী ১২ তারিখের আগেই পুরোপুরি প্রস্তুতি সম্পন্ন হবে আশা করছেন ইজতেমার আয়োজকরা।

এ বছর দুই ধাপে ৩২ জেলার মানুষ এ ইজতেমায় অংশগ্রহণ করবে। সে আলোকেই প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইতিমধ্যে নির্ধারিত হয়েছে গেছে অঞ্চলভিত্তিক অবস্থানের পরিকল্পনাও।

যারা এ বছর বিশ্ব ইজতেমায় অংশগ্রহণ করবে; আগামী বছর সে জেলাগুলো অংশগ্রহণ করতে পারবে না। সুষ্ঠু, সুন্দর ও নিরাপদ ব্যবস্থাপনার জন্য এমনটি করা হয়েছে। ২০১১ সালের আগে এক ধাপে অনুষ্ঠিত হতো এ বিশ্ব ইজতেমা। সে সময় বিদেশি মেহমানসহ সারাদেশের ধর্মপ্রাণ মুসলমান এক সঙ্গে অংশগ্রহণ করতে এ বিশ্ব ইজতেমায়।

টঙ্গীর তুরাগ তীরে দুই ধাপের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব আগামী ১২ জানুয়ারি শুরু হয়ে ১৪ তারিখ আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে।

দ্বিতীয় পর্ব শুরু হবে ১৯ জানুয়ারি। ২১ জানুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ ২০১৮ সালের বিশ্ব ইজতেমা।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here