আগামী মাস থেকে জেলা পর্যায়ে স্মার্টকার্ড বিতরণ শুরু

0
360

খবর ৭১:আগামী মাসের প্রথম সপ্তাহ থেকে জেলা পর্যায়ে স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম শুরু করবে নির্বাচন কমিশন (ইসি)। এ কার্যক্রমের আওতায় ১ ডিসেম্বর থেকে দেশের ৩১ জেলায় স্মার্টকার্ড বিতরণ শুরু হবে।

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, বিজয়ের মাস ডিসেম্বরে জেলা পর্যায়ে স্মার্টকার্ড বিরতণ কার্যক্রম শুরু হবে। প্রথম পর্যায়ে ৩১ জেলায় এবং পর্যায়ক্রমে অন্যান্য জেলায় এ কার্যক্রম শুরু হবে।

ডিসেম্বরে ঢাকা সার্কেল ইউনিয়ন, নারায়ণগঞ্জের বন্দর, রাজশাহীর পবা, চট্টগ্রামের আনোয়ারা, পঞ্চগড় সদর, জয়পুরহাট সদর, বগুড়া সদর, কুড়িগ্রাম সদর, গাইবান্ধা সদর, লালমনিরহাট সদর, দিনাজপুর সদর, ঠাকুরগাঁও সদর, নীলফামারী সদর, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া, রাঙ্গামাটি সদর, বান্দরবান সদর, খাগড়াছড়ি সদর, পিরোজপুর সদর, শরিয়তপুর সদর, ঝালকাঠি সদর, সুনামগঞ্জ সদর, মেহেরপুর সদর, বরগুনা সদর, বাগেরহাট সদর, নড়াইল সদর, হবিগঞ্জ সদর, কক্সবাজার সদর, নেত্রকোনা সদর, নোয়াখালী সদর, পাবনা সদর ও পটুয়াখালী সদরে স্মার্টকার্ড বিতরণ শুরু হবে।

বর্তমানে ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা সিটি কর্পোরেশনে স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম চলছে। এছাড়া ২২ নভেম্বর ঢাকার সাভারে, ২৬ নভেম্বর নারায়ণগঞ্জ সিটি এবং ২৮ নভেম্বর গাজীপুর সিটি কর্পোরেশনে স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম শুরু হবে।

খবর ৭১/ এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here