আগামী মাসেই আসছে ১০০ বলের ক্রিকেট

0
343

খবর৭১ঃটেস্ট ক্রিকেটে ড্রয়ের সংখ্যা বেড়ে যাচ্ছিল। তাই শুরু হয় নির্ধারিত ওভারের খেলা। প্রথমে ৬০। ক্রমে ৫০ ওভারের ম্যাচ। নতুন শতাব্দীতে এক লাফে আরও ছোট্ট হয়ে ক্রিকেট ২০ ওভারে নেমে আসে। এই মুহূর্তে টেস্টের পাশাপাশি ৫০ ওভার ও টি টোয়েন্টি এই তিন ফরম্যাটে খেলা হয়। কিন্তু এবার খবর এল আরও ক্ষুদে ফরম্যাটের। এবার খেলা ১০০ বলের।

ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) পরিকল্পনা করেছে ১০০ বলের ক্রিকেটের। আগামী ১৬ থেকে ১৮ সেপ্টেম্বর তিন দিন ব্যাপী ১০০ বলের ম্যাচের আয়োজন করছে তারা। পরীক্ষামূলক এই আয়োজন সফল হলে পরে মহিলাদেরও ১০০ বলের ম্যাচ খেলানো হবে। সব ঠিক থাকলে ২০২০ সালে আট দলের প্রতিযোগিতাও হবে। শহরভিত্তিক ১০০ বলের ক্রিকেট প্রতিযোগিতা।

ইসিবির এই পরিকল্পনা সফল হলে অর্থাৎ এই ফরম্যাটের ক্রিকেট জনপ্রিয়তা পেলে কি আইসিসি আগামী দিনে আন্তর্জাতিক ক্রিকেটেও নিয়ে আসবে এই ফরম্যাটকে।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here