আগামী নির্বাচনে শেখ হাসিনা আবারও ক্ষমতায় আসবে : এনামুল হক শামীম

0
214

শরীয়তপুর প্রতিনিধি:
আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম বলেছেন, আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা আবারও ক্ষমতায় আসবে। তাই আগামীতে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী করতে হবে। এজন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কারণ নৌকায় ভোট দিলে শেখ হাসিনা এগিয়ে যায়; শেখ হাসিনা এগিয়ে গেলে বাংলাদেশ এগিয়ে যায়।
তিনি আরও বলেন, ষড়যন্ত্রকারীরা যতই ঐক্য করুক, শেখ হাসিনার বিজয় ঠেকাতে পারবে না। এ জন্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বিশ্বনেতারা আবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী দেখতে চায়। বিশ্বনেতারা ইতিপূর্বে বলেছেন, “জননেত্রী শেখ হাসিনার তাঁর মেধা ও যোগ্যতা দিয়ে সারাবিশ্বকে নেতৃত্ব দিতে পারে”। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বসভায় অনন্য মর্যাদায় আসীন। এজন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।মঙ্গলবার সকালে শরীয়তপুরের নড়িয়ার পদ্মার ভাঙন কবলিত এলাকা পরিদর্শন কালে তিনি এসব কথা বলেন। এসময় তাঁর সঙ্গে ছিলেন, র‌্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ, শরীয়তপুরের জেলা প্রশাসক কাজী আবু তাহের, পুলিশ সুপার আবদুল মোমেন, নড়িয়ার ইউএনও সানজিদা ইয়াসমিন, নড়িয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান হাজ্বী ওহাব বেপারী, নড়িয়া পৌরসভার মেয়র শহিদুল ইসলাম বাবু রাড়ী, উপজেলা ভাইস-চেয়ারম্যান জাকির বেপারী, মহিলা ভাইস-চেয়ারম্যান নাজমা মোস্তফা, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এমএ কাইয়ম, ভেদরগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান আকলিমা আকতার লিপি, কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক জহির সিকদার, জেলা পরিষদের সদস্য এনায়েত উল্যাহ মুন্সী, আলী আহম্মেদ কাজী, মিজানুর রহমান আলম, আলমগীর হোসেন, ইউপি চেয়ারম্যান খন্দকার আলী হোসেন, মনির হোসেন সুমন, সাবেক চেয়ারম্যান ইমাম হোসেন দেওয়ান প্রমুখ।
এনামুল হক শামীম আর বলেন, পানি কমতে শুরু করেছে অতিদ্রুতই পদ্মার ভাঙনরোধে বেড়িবাঁধ নির্মাণ কাজ শুরু করা হবে। যারা জমি-জমা হারিয়েছে তাদের রিফুয়েলিং করে জমি ফেরত দেওয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নড়িয়ার বেড়িবাঁধ প্রকল্পের প্রতি বিশেষ দৃষ্টি রেখেছেন।

খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here