আগামী নির্বাচনে বিএনপি না আসলেও অন্যান্য সব দল অংশ নেবে…..খন্দকার মোশারফহোসেন

0
252

মাগুরা প্রতিনিধি: বাংলাদেশে দলের অভাব নাই-আগামী নির্বাচনে বিএনপি না আসলেও অন্যান্য সব রাজনৈতিক দল অংশ নেবে, বিএনপির বর্জনে নির্বাচন বন্ধের কোন আশংকা নেই। খালেদা জিয়ার মুক্তি একটা হতে পারে উচ্চ কোর্টে আপিল, আরেক টি পথ সে নি:শর্ত দোষ স্বীকার করে রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা করতে পারে- এ দুটির কোনটিই করবেন না তো সরকার কি করবে? নির্বাচন কালীন সরকার গঠনের বিধান, সংবিধানে নাই। মাগুরায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এমপি এসব কথা বলেন। গতকাল রবিবার সকাল সাড়ে ১২টার দিকে স্থানীয় সরকার মন্ত্রী মাগুরা জেলা পরিষদ চত্বরে প্রায় ১৭ কোটি টাকা ব্যায়ে এক হাজার আসন বিশিষ্ট অডিটোরিয়ামের ভিত্তি প্রস্তর উদ্ভোধন করেন। এ সময় স্থানীয় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন মন্ত্রী। পরে শেখ কামাল ইন্ডোর ষ্টেডিয়াম চত্বরে জেলা পরিষদ আয়োজিত মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও শিক্ষা বৃত্তি বিতরন অনুষ্ঠানে মন্ত্রী যোগ দেন। জেলা পরিষদের চেয়ারম্যান পংকজ কুমার কুন্ডুর সভাপতিত্বে এ অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী ছাড়াও বক্তব্য রাখেন যুব ও ক্রিড়া প্রতি মন্ত্রী ড: বিরেন সিকদার এমপি, মাগুরা-১ আসনের এমপি মেজর জেনারেল এটিএম আব্দুর ওয়াহাব, প্রধান মন্ত্রীর সহকারী একান্ত সচিব এড: সাইফুজ্জামান শিখর, জেলা প্রাশাসক মো: আতিকুর রহমান, পুলিশ সুপার খান মুহম্মদ রেজোয়ান, উপজেলা চেয়ারম্যান রুস্তম আলী, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো: তানজেল হোসেন খান প্রমুখ। মন্ত্রীর হাত দিয়ে জেলা পরিষদের পক্ষ থেকে একশ জন মুক্তিযোদ্ধাকে সম্মাননা ক্রেস্ট ও নগদ টাকা, একশ জন মেধাবী ছাত্র-ছাত্রীকে সদন ও শিক্ষা উপ বৃত্তি, দু:স্থ ও কর্মক্ষম ৮৭ জন মহিলাকে সেলাই মেশিন এবং ক্রিড়া সামগ্রী বিতরন করা করা হয়।
খবর ৭১/ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here