আগামী আইপিএল হবে পাকিস্তানে’

0
412

খবর৭১ঃএ কথা শুনে যে কারো চোখ কপালে উঠতে পারে-ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আগামী আসর হবে পাকিস্তানে। তাও আবার সেটা ভারত-পাকিস্তানের চলমান যুদ্ধ পরিস্থিতিতে। ভাবা যায়?

কেউ না ভাবলেও এমন উদ্ভট বাক্যই আওড়েছেন পাকিস্তানের হার্ডহিটার ব্যাটসম্যান উমর আকমল। এক প্রমোশনাল ভিডিওতে পাগলাটে এ কথা বলেছেন তিনি। অবশ্য সেটা ইচ্ছাকৃত নয়, মুখ ফসকে বের হয়ে গেছে। ভিডিওতে ভুল করে পাকিস্তান সুপার লিগকে (পিএসএল) বলে ফেলেছেন আইপিএল।

সংযুক্ত আরব আমিরাত পর্ব শেষে সদ্য পাকিস্তানে ফিরেছে পিএসএল। গেল শনিবার থেকে সেখানে হচ্ছে খেলা। ঘরের মাঠে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে মরিয়া দেশটি। এরই অংশ হিসেবে গেল তিন আসরের চেয়ে এবার এখানে অধিকসংখ্যক ম্যাচ আয়োজনের উদ্যোগ নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। প্লে-অফ ও ফাইনালও হবে করাচি ন্যাশনাল স্টেডিয়ামে।

এর আগে এক ভিডিওবার্তায় সবার সমর্থন চেয়েছেন উমর আকমল। পিএসএলের চতুর্থ আসরে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলছেন তিনি। শুধু পিসিবি উদ্যোগ নিলেই হবে না, মাঠে এসে দর্শকদের খেলা দেখতে ও সমর্থন দেয়ার আহ্বান জানিয়েছেন ডানহাতি ব্যাটার।

ভিডিওবার্তায় উর্দুতে উমর আকমল বলেন, আমাদের দল কোয়েটা এখন করাচিতে। আমরা ঘরের মাঠে খেলছি। দর্শকদের যত সমর্থন পাব, তত ভালো পারফরম করব আমরা। আর সব দল এমন সমর্থন পেলে আগামী আইপিএল, দুঃখিত; পিএসএল এখানেই হবে।

মুহূর্তেই সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। সেটি প্রকাশ হওয়ার পর ব্যাপক ট্রল হচ্ছে। দুই চিরবৈরি পাকিস্তান-ভারতের স্মরণকালের সবচেয়ে বড় রাজনৈতিক সংকটের ক্ষণে তার এমন ভুল হাস্যরসের খোরাক জোগাচ্ছে।

২০০৯ সালে লাহোরে টিম শ্রীলংকার ওপর সন্ত্রাসী হামলার পর পাকিস্তানে খেলতে যায় না আন্তর্জাতিক ক্রিকেট খেলুড়ে দেশগুলো। তবে সেখানে মূলধারার ক্রিকেট ফেরাতে মুখিয়ে পিসিবি। গ্রহণ করছে নানা উদ্যোগ। যথাসাধ্য সমর্থন জোগাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

এবারের পিএসএলে অসংখ্য বিদেশি ক্রিকেটার খেলছেন। তাদের সর্বোচ্চ নিরাপত্তা দেয়া হচ্ছে। পাকিস্তান ক্রিকেট সংশ্লিষ্টদের বিশ্বাস, সেটি নজরে পড়বে ক্রিকেট বিশ্বের। শিগগির সেখানে সফরে রাজি হবে দলগুলো।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here