আগামীকাল অনুষ্ঠিত হচ্ছে আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদে উপ-নির্বাচন-

0
507

মঈনুল হাসান রতন হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জ জেলা আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আতর আলী মিয়ার মৃত্যুতে শ‚ন্য হওয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আগামীকাল। গতকাল মধ্যরাতে প্রার্থীদের প্রচার-প্রচারণা শেষ হয়েছে। শেষ মুহ‚র্তে প্রার্থীদের পক্ষে দলের নেতাকর্মীরা জোরেসুরে প্রচারণা করেছেন। গতকাল গভীর রাত পর্যন্ত মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করেছেন। নির্বাচনে তিন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীরা হলেন- আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মিসবাহ উদ্দিন ভ‚ইয়া (নৌকা), বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট সাইদুল আমিন চৌধুরী শিরুল (ধানের শীষ) ও স্বতন্ত্র প্রার্থী মোঃ আলাউদ্দিন মিয়া।এদিকে গতকাল সোমবার দুপুরে হবিগঞ্জ জেলা নির্বাচন অফিস থেকে নির্বাচনী ব্যালট পেপারসহ সরঞ্জামগুলো আজমিরীগঞ্জে পৌঁছেছে। নির্বাচনে ৪৪টি কেন্দ্রে ভোট গ্রহন করা হবে। এর মধ্যে সবকটি কেন্দ্রকেই প্রশাসন ঝুঁকিপ‚র্ণ হিসেবে দেখছে। এ জন্য প্রশাসনের পক্ষে থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জেলা নির্বাচন অফিসার মোঃ নাজিম উদ্দিন জানান, শান্তিপ‚র্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ জন্য আমরা সকল ধরণের প্রস্তুতি সম্পন্ন করেছি। আজমিরীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ৪৪টি কেন্দ্রে ভোটার রয়েছেন ৭৭ হাজার ৯৭০ জন। এর মধ্যে ৩৯ হাজার ৮৪ জন পুরুষ ও ৩৮ হাজার ৮৮৬ জন মহিলা।এদিকে নির্বাচনে তিন প্রার্থীই শেষ মুহ‚র্তের প্রচারণা চালিয়েছেন। বিশেষ করে আওয়ামীীগ দলীয় প্রার্থী মিসবাহ উদ্দিন ভ‚ইয়ার পক্ষে জেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রচারণায় অংশ নিয়েছেন। প্রচারণায় নেতৃবৃন্দ আওয়ামী লীগের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মিসবাহ উদ্দিন ভ‚ইয়াকে নির্বাচিত করার জন্য জনগণের প্রতি আহবান জানান। তারা বলেন মিসবাহ উদ্দিন ভ‚ইয়া নির্বাচিত হলে জননেত্রী শেখ হাসিনার হাত শক্তিশালী হবে। বিএনপি প্রার্থী অ্যাডভোকেট সাইদুল আমিন চৌধুরী শিরুলের পক্ষে বিএনপি জেলা ও উপজেলা নেতৃবৃন্দ প্রচারণায় নেমে ধানের শীষকে বিজয়ী করতে সকলের প্রতি আহŸান জানিয়েছেন। অপরদিকে স্বতন্ত্র প্রার্থী মরহুম আতর আলী চেয়ারম্যানের ছোট ছেলে মোঃ আলাউদ্দিন মিয়ার কর্মী-সমর্থকরাও নির্বাচনী প্রচারণায় নেমে ভোটারদের কাছে মরহুম আতর আলী মিয়ার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে তার সন্তান আলাউদ্দিন মিয়াকে আনারস মার্কায় ভোট দেয়ার অনুরোধ জানান। এছাড়া আলাউদ্দিনের সমর্থকরা প্রচারণায় নেমে বলছেন মরহুম আতর মিয়াও আওয়ামী লীগের পরীক্ষিত সৈনিক ছিলেন। তিনি আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হয়েই বিপুল ভোটে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। নির্বাচনের পরেও তিনি আওয়ামী লীগের সেক্রেটারী পদেই ছিলেন। আলাউদ্দিন মিয়া চেয়ারম্যান নির্বাচিত হলে তিনি আওয়ামী লীগেই থাকবেন। তবে বিএনপি’র প্রার্থী অ্যাডভোকেট সাইদুল আমিন চৌধুরী শিরুল ও স্বতন্ত্র প্রার্থী আলাউদ্দিন সুষ্ঠু নির্বাচন হবে কি-না এ নিয়ে সংশয় প্রকাশ করেছেন। স্বতন্ত্র প্রার্থী আলাউদ্দিন জানান, আওয়ামীলীগের প্রার্থী মিসবাহ উদ্দিন ভ‚ইয়াকে নির্বাচিত করতে দলীয় নেতাকর্মীরা ভোটারদের বিভিন্নভাবে প্রভাবিত করছেন। প্রশাসনের কাছে তিনি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দাবি করেন। তিনি বলেন সুষ্ঠু নির্বাচন হলে ইনশাল­াহ জনগণের ভোট নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হবো। বিএনপি’র প্রার্থী অ্যাডভোকেট সাইদুল আমিন চৌধুরী শিরুল জানান, ভোট কারচুপির মাধ্যমে আওয়ামীলীগের প্রার্থীকে নির্বাচিত করার ষড়যন্ত্র করা হচ্ছে। আমরা প্রশাসনের কাছে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি করছি। যাতে জনগণ ভোট কেন্দ্রে গিয়ে শান্তিপ‚র্ণভাবে ভোট দিতে পারেন।বিএনপি প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর অভিযোগের জবাবে আওয়ামী লীগ প্রার্থী মিসবাহ উদ্দিন ভ‚ইয়া বলেন এই উপ-নির্বাচন অত্যন্ত নিরপেক্ষ ও শান্তিপ‚র্ণভাবে অনুষ্ঠিত হবে। নিরপেক্ষ ও শান্তিপ‚র্ণ নির্বাচন অনুষ্ঠানে আমরা প্রশাসনকে সহযোগিতা করব। তিনি এ ব্যাপারে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদেরও সহযোগিতা কামনা করেন। তিনি বলেন- জনগণ যেভাবে জননেত্রী শেখ হাসিনাকে ভালবাসে ও আওয়ামী লীগের পতাকাতলে সমবেত হয়েছে তাতে আমার বিশ্বাস উপ-নির্বাচনে নৌকার বিপুল বিজয় হবে।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here