আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত ২ প্রশিক্ষণ বিমান

0
340

খবর ৭১: কক্সবাজারের মহেশখালীতে মুখোমুখি সংঘর্ষে বিমান বাহিনীর ২টি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে। আজ বুধবার সন্ধ্যা ৬ টা ৫০ মিনিটে মহেশখালীর গোরকঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিধ্বস্ত হওয়া বিমানগুলোতে এখনো আগুন জ্বলছে বলে জানা গেছে। ঘটনাস্থলে সাধারণ মানুষের ভীড় বাড়ছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সহকারী পরিচালক রেজাউল করিম শাম্মী জানান, মহেশখালীতে বুধবার সন্ধ্যায় আকাশে সংঘর্ষের পর বিমানবাহিনীর দুটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। সন্ধ্যার দিকে ঘণ্টাখানেক ধরে রাডার থেকে বিচ্ছিন্ন ছিল বিমান দুটি। এর একটির মডেল ইয়াক-৮। দুটি বিমানে দুজন করে চারজন ছিলেন। ৪জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার মাহফুজ রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজে অংশ নিয়েছেন। উদ্ধার কাজ চলছে।

আমাদের কক্সবাজার প্রতিনিধি হাসানুর রশীদ জানিয়েছেন, বিধ্বস্ত হওয়া বিমানটি ছিল কক্সবাজারের মহেশখালী পৌরসভার পুটিবিলা বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান । ওই এলাকার ইয়ার মোহাম্মদ পাড়া এলাকার নজির আহমদের ছেলে আবদুস সাত্তারের বাড়ির আঙ্গিনায় বিমানটি বিধ্বস্ত হয়।
প্রত্যক্ষদর্শী প্রভাষক ছৈয়দ আলম জানান, সন্ধ্যা ৬.৫০ মিনিটে বিকট শব্দে বিমানের একাংশ ভেঙে পড়ে। সাথে সাথে আগুন ধরে যায়। এলাকার মানুষ আতঙ্কিত হয়ে ছুটাছুটি শুরু করে। বাড়িটি এখনো আগুনে জ্বলছে। অন্য অংশটি পাশবর্তী ছোট মহেশখালী ইউনিয়নের ছিটকে পড়ে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালামসহ উধ্বর্তন কর্মকর্তারা ঘটনা রয়েছেন। সোয়া সাতটার দিকে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here