আওয়ামীলীগ সরকার সকল ধর্মের সম্প্রীতিতে বিশ্বাসী -ডাঃ মকবুল হোসেন

0
291

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
বাঙালি একটি অসাম্প্রদায়িক চেতনার নাম। এ অসাম্প্রদায়িক চেতনার ওপর ভিত্তি করে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ গঠিত হয়েছে। এদেশে হিন্দু মুসলিম সহ সকল ধর্মের লোকজন সমান অধিকারের ভিত্তিতে তাঁদের ধর্মীয় উৎসব পালন করে আসছেন। আর তাই বর্তমান আওয়ামীলীগ সরকারের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সকল ধর্মের মেলবন্ধনে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ উপহার দিতে সদা তৎপর। দুপচাঁচিয়া উপজেলার তালোড়ায় শ্রীশ্রী লক্ষ্মী নারায়ণ ও রাধাকৃষ্ণ মন্দির অঙ্গনে লীলা কীর্তনের শেষদিন গতকাল সোমবার দুপুরে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বগুড়া জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মকবুল হোসেন একথাগুলো বলেন। মন্দির কমিটির সভাপতি দীন দয়াল পোদ্দারের সভাপতিত্বে ও হরিবাসর উদযাপন কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ কুমার রায়ের পরিচালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন দুপচাঁচিয়া উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান খান সেলিম, আদমদীঘি উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন তালোড়া পৌর মেয়র আব্দুল জলিল খন্দকার, তালোড়া পৌর আ’লীগের সভাপতি আমিরুল ইসলাম বকুল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান কল্যান প্রসাদ পোদ্দার, তালোড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মেহেরুল ইসলাম, ইউপি সদস্য সাদিকুল ইসলাম মজনু, মন্দির কমিটির সাধারণ সম্পাদক সুভাষ প্রসাদ কানু, হরিবাসর উদযাপন কমিটির সভাপতি নির্মল কুমার আগরওয়ালা প্রমুখ। উক্ত অনুষ্ঠানে মন্দির কমিটির সদস্যবৃন্দ সহ ধর্মপ্রাণ হিন্দু নরনারী ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।
খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here