আইয়ুব বাচ্চুকে দেখতে শহীদ মিনারে মানুষের ঢল

0
280

খবর৭১ঃ এর আগেও বহুবার ভক্তরা ভিড় জমিয়েছেন, অপেক্ষা করেছেন গিটার জাদুকরের জন্য। আজও শহীদ মিনারে ভিড় জমিয়েছেন তারা, গুনেছেন অপেক্ষার প্রহর। অপেক্ষার অবসান ঘটিয়ে আইয়ুব বাচ্চু এলেন, স্কয়ার হাসপাতালের একটি লাশবাহী গাড়িতে চড়ে। ভক্তদের গান শোনাতে পারেন নি তিনি, শোনাতে পারেন নি গিটারের ঝংকার।

এর আগে এ রকম বহুবার ঘটেছে। হাজার হাজার মানুষ অপেক্ষা করছে আর প্রতীক্ষার অবসান ঘটিয়ে মঞ্চে উঠেছেন আইয়ুব বাচ্চু। প্রিয় গিটার নিয়ে যখন তিনি মঞ্চে উঠতেন, তখন উপস্থিত শ্রোতাদের মুহুর্মুহু করতালি প্রতিধ্বনি তুলত।

হাজার মানুষের ভিড় ঠেলে আইয়ুব বাচ্চুর মরদেহ রাখা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে। পেছনে শোকে ভাসে কালো এক ব্যানার। শোকের অক্ষরে ব্যানারে লেখা ‘আইয়ুব বাচ্চুর প্রতি জাতির শ্রদ্ধাঞ্জলি’।

নিথর আইয়ুব বাচ্চুকে ঘিরে দাঁড়িয়ে তার দীর্ঘদিনের সহকর্মী জনপ্রিয় সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ, শাফিন আহমেদ, রবি চৌধুরী, মানাম আহমেদ প্রমুখ। সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের কর্মী ও শিল্পীরা।

দীর্ঘ লাইন পেরিয়ে ভক্তরা দেখছেন তাদের প্রিয় শিল্পীকে। কেও এসেছেন ফুল হাতে, কেওবা আবার কাঁধে গিটার হাতে। আর যারা খালি হাতে এসেছেন তারাও এসেছেন হৃদয় ভরা বেদনা নিয়ে।

আইয়ুব বাচ্চুর মরদেহে শ্রদ্ধা নিবেদন করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সংস্কৃতিবিষয়কমন্ত্রী আসাদুজ্জামান নূর। শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন।

এ প্রতিবেদেন লেখা পর্যন্ত আইয়ুব বাচ্চুর মরদেহ শহীদ মিনারেই রয়েছে। ১২টা পর্যন্ত শহীদ মিনারে থাকার কথা থাকলেও মানুষের স্রোতে এখনও আইয়ুব বাচ্চুর মরদেহ সেখানে রয়েছে। বাদ জুমা জাতীয় ইদগাহ ময়দানে তার জানাজা হওয়ার কথা। যদিও অনেকে বলছেন ভক্তদের ঢলে তা আরও পেছাতে পারে।

উল্লেখ্য,বৃহস্পতিবার (১৮ অক্টোবর) অসুস্থ অবস্থায় স্কয়ার হাসপাতালে নেওয়া হয় আইয়ুব বাচ্চুকে। সেখানে সকাল ৯টা ৫৫ মিনিটের দিকে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here