আইসিটি মামলায় আমীর খসরু মাহমুদের জামিন

0
255

খবর ৭১: বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রাক্তন বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রামে আইসিটি আইনে দায়েরকৃত একটি মামলায় জামিন পেয়েছেন।
সোমবার চট্টগ্রাম চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ওসমান গণির আদালতে আমীর খসরু মাহমুদ আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানালে আদালত আবেদন মঞ্জুর করেন। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী আমীর খসরুর জামিন মঞ্জুর হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।
জানা যায়, নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সময় দলীয় এক কর্মীর সাথে আমীর খসরু মাহমুদের একটি টেলিফোন অডিও ফাঁস হয়। ওই টেলিফোন অডিওতে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র ও নাশকতার উস্কানির অভিযোগ তুলে আমীর খসরুর বিরুদ্ধে আইসিটি আইনে নগরীর কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন চট্টগ্রাম নগর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর।
খবর ৭১/ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here