আইশৃঙ্খলা রক্ষার্থে পুলিশ সুপারের নড়াইলের জনগণের সাথে মতবিনিময়

0
353

খবর৭১:উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনধি:নড়াইলের পারমল্লিকপুর গ্রামে আইশৃঙ্খলা রক্ষার্থে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করেছেন নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম। স্থানীয় থানা কর্তৃক আয়োজিত কমিউনিটি পুলিশং এর উদ্যোগে নড়াইলের পারমল্লিকপুর গ্রামের আইনশৃঙ্খলা রক্ষার্থে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন, নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম। এছাড়াও উক্ত মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহিদুল ইসলাম পিপিএম, সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ মেহেদী হাসান, স্থানীয় থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম, স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন। এ সময় গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায় ও সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। শনিবার (২৮ এপ্রিল) বিকাল সাড়ে ৫টায় মতবিনিময়কালে পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম তাঁর বক্তব্যে বলেন, দাঙ্গা-হাঙ্গামা কোনো সমাজের কাজ নয়। নড়াইল বহু গুণীজনের জন্মভূমি। আর এ জেলাকে আমরা ক্লিন নড়াইল, গ্রীন নড়াইল গড়ার প্রত্যয়ে কাজ করে যাচ্ছি। সেক্ষেত্রে পারমল্লিকপুর গ্রামের বাসিন্দারা কেন পিছিয়ে থাকবে। গোলোযোগ ও দলাদলি থেকে বেরিয়ে সকলকে একযোগে ঐক্যবদ্ধভাবে বসবাস করার উদাত্ত আহ্বানও জানান। এছাড়াও কেউ কোনো প্রকার সমস্যার সম্মুখীন হলে সাথে সাথে নড়াইল জেলা পুলিশকে অবহিত করার পরামর্শও দেন।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here