আইপিএলে ম্যাচের আগে স্টেডিয়ামে তালা

0
321

খবর৭১ঃ আইপিএলে দুই বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেছে রাজস্থান রয়্যালস। দলের সঙ্গে নির্বাসনে ছিল তাদের হোম ভেন্যু জয়পুরের সয়াই মানসিং স্টেডিয়াম। গতবছর রাজস্থানের সাথে খেলায় ফেরে সয়াই মানসিং স্টেডিয়ামটিও।

সোমবার (২৫ মার্চ) রাতে এই স্টেডিয়ামে চলতি আইপিএলের প্রথম ম্যাচ গড়ানোর কথা। কিন্তু কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে রাজস্থানের ম্যাচের আগে স্টেডিয়ামেই তালা ঝুলছে!
রোববার স্টেডিয়ামে অনুশীলন করতে গিয়ে অস্বস্তিকর পরিস্থিতিতে পড়েন খেলোয়াড়রা। আজিঙ্কা রাহানে, স্টিভ স্মিথরা অনুশীলন করতে গিয়ে প্রায় আধা ঘন্টা গেটের বাইরে দাঁড়িয়ে থাকার পরেও খুলেনি স্টেডিয়ামের গেট। শেষ পর্যন্ত অনুশীলন না করেই তাদের ফিরে যেতে হয়।
আর এই পরিস্থিতির পেছনের করণ রাজস্থান স্পোর্টস কাউন্সিল ও রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশনের মধ্যকার আন্তঃকোন্দল। সবকিছু মিলিয়ে ম্যাচের আগের দিনও অনিশ্চিত ছিলো ম্যাচের ভবিষ্যৎ।
রাজস্থান রয়্যালস এর এক কর্মকর্তা জানান, ‘এখনো কিছু সমাধান হয়নি তবে দ্রুতই সমাধানের আশা করছি।’
পরে দুপক্ষের সমঝোতায় পরিস্থিতি স্বাভাবিক হয়। আজ যথাসময়েই মাঠে গড়াচ্ছে ম্যাচটি। সবকিছু ঠিক থাকলে রাত ৮টা ৩০ মিনিটে মুখোমুখি হবে দু’দল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here