আইন সম্পর্কে শ্রমিকদের ধারণা নেই : আইনমন্ত্রী

0
228

খবর ৭১: সড়ক পরিবহন আইন সম্পর্কে পরিবহন শ্রমিকদের কোনো ধারণা নেই মন্তব্য করে চলমান ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
রোববার দুপুরে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে নারী ও শিশু আদালতের ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ আহ্বান জানান।
আনিসুল হক বলেন, যারা অবরোধ করছে, তাদের এই আইন সম্পর্কে কোনো ধারণা নেই।
তিনি বলেন, কঠোর কোনো শাস্তির বিধান রেখে সড়ক পরিবহন আইন তৈরি করা হয়নি, তারপরও তারা (শ্রমিকরা) না বুঝে এই অবরোধ করছে। আমি তাদের অবরোধ প্রত্যাহারের আহ্বান জানাই।
এ সময় আইনমন্ত্রী ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেনের কঠোর সমালোচনাও করেন।
শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করে সারা দেশে ৪৮ ঘণ্টার ধর্মঘট কর্মসূচির ডাক দেয় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। রোববার সকাল থেকে শুরু হয়েছে এ ধর্মঘট।
খবর ৭১/ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here