আইন ও সালিশ কেন্দ্রের প্রতিবেদনঃ ১১ মাসে বিচার বহির্ভূত হত্যা ৩৬২

0
445
আইন ও সালিশ কেন্দ্রের প্রতিবেদন ১১ মাসে বিচার বহির্ভূত হত্যা ৩৬২

খবর৭১ঃ মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক) জানায়, মাদকবিরোধী অভিযানের নামে দেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড চলছে। এ হত্যাকাণ্ডকে ‘বন্দুকযুদ্ধ’ হিসেবে প্রচার করা হচ্ছে।

এর মধ্যে চলতি বছর জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত ১১ মাসে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ৩৬২ জন। একই সময়ে ৪৪৩ জন শিশু হত্যার শিকার ও ৬৮২ জন শিশু নানা নির্যাতনের শিকার হয়েছে। এ সময়ে গুমের শিকার হয়েছেন ১৩ জন। এছাড়া এই ১১ মাসে নারী ও শিশুসহ ১ হাজার ৩৫১ জন ধর্ষণের শিকার হয়েছেন।

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে সংস্থাটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত ৩৬২ জন বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। বিষয়টি জাতিসংঘসহ দেশি-বিদেশি মানবাধিকার সংগঠনগুলোর উদ্বেগ রয়েছে। তবে সেসব উদ্বেগকে পাশ কাটিয়ে ‘মাদকবিরোধী অভিযান’র নামে এসব হত্যাকাণ্ডকে ‘বন্দুকযুদ্ধ’ হিসেবে প্রচার করে বৈধতা দেয়া হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here