আইটেম গানের জন্য কার পারিশ্রমিক কত

0
234

খবর৭১ঃকোনো সিনেমায় একটি আলাদা মাত্রা এনে দেয় আইটেম গান। আর এই আইটেম গানের জন্য অভিনেত্রীরা নেন বিভিন্ন পারিশ্রমিক

আইটেম গানের দৌড়ে এগিয়ে আছেন কারিনা কাপুর। তার ‘ডন’-এর ‘ইয়ে মেরা দিল’ হোক, ‘ফেবিকল সে’ হোক বা হোক সে ‘হলকট জাওয়ানি’ বা ‘ছম্মক ছল্লো’ কারিনার সব আইটেম গানই ভক্তদের বড় পছন্দের। একটি আইটেম গানের জন্য ৫ কোটি রুপি নেন এ আইটেম গার্ল।

অভিনয়ের জন্য নয় বরং আইটেম গানের জন্য দর্শকদের মনে স্থায়ী জায়গা করে নিয়েছেন সানি লিওন। ‘বেবি ডল’, ‘দেশি লুক’-এসব গানে আলাদা মাত্রা যোগ করেছেন অভিনেত্রী সানি। একটি আইটেম গান করতে তিনি নেন ৩ কোটি রুপি।

আইটেম গানের জগতে পিছিয়ে নেই মল্লিকা শেরাওয়াতও। একটি আইটেম গানের জন্য দেড় কোটি রুপি নেন তিনি।

আইটেম গান দিয়েই বলিউডে পা রেখেছিলেন মালাইকা অরোরা খান। চলন্ত ট্রেনের ওপরে সেই ‘ছাঁইয়া ছাঁইয়া’ গানে মালাইকার নাচ মন ছুঁয়েছিল দর্শকদের। একটি আইটেম গানের জন্য এক কোটি রুপি নেন মালাইকা।

এই এক কোটির ঘরে রয়েছেন বিপাশা বসুও।

তবে আইটেম গানের জন্য তুলনামূলক কম নেন জ্যাকুলিন ফার্নান্দেজ। জ্যাকুলিন একটি আইটেম গানের জন্য ৪০ লাখ রুপি নেন।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here