আইএস’র দায় স্বীকার, এটি একটি ষড়যন্ত্র: স্বরাষ্ট্রমন্ত্রী

0
261

খবর৭১ঃ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেছেন, ‘অতীতের ঘটনার পরিপ্রেক্ষিতে বলতে পারি কোন দুর্ঘটনা ঘটলে মাত্র পাঁচ মিনিটের মধ্যে যুক্তরাষ্ট্রভিত্তিক সাইট ইন্টেলিজেন্স নামক ওয়েবসাইট থেকে আইএস দায় স্বীকার করত। এটি একটি ষড়যন্ত্র। যে যতোই ষড়যন্ত্র করুক বাংলাদেশের মাটিতে জঙ্গিবাদের স্থান নেই।’

বুধবার (১ মে) রাজধানীর সোনারগাঁও হোটেলে লায়ন জেলা ৩১৫ বি/১ বাংলাদেশের ২৩তম বার্ষিক সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ কখনো সন্ত্রাসকে পছন্দ করে না, কোনোদিন জঙ্গিদের আশ্রয়-প্রশ্রয় দেয় না।’

গত সোমবার রাতে গুলিস্তানে বোমা হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত করা গিয়েছে কিনা- জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বর্তমানে দুই আহত পুলিশ সদস্য শঙ্কামুক্ত। তারা আজকে বাড়ি ফিরবেন। আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথেষ্ট দক্ষ, তারা দ্রুত সময়ের মধ্যে যারা এ হামলার সঙ্গে জড়িত তাদের আইনের আওতায় নিয়ে সব কিছু উদঘাটন করবে।’

জঙ্গিরা জামিনে মুক্ত হয়ে আবার অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে পারে কি-না জানতে চাইলে বলেন, ‘এদেশের আইন ও বিচার বিভাগ স্বাধীন। বিচার বিভাগ কাকে জামিন দিলো, কাকে শাস্তি দিলো সেটা আমাদের দেখার বিষয় নয়। আমাদের দেখার বিষয় হলো যে ক্রাইম করেছেন তাকে আমরা বিচারের মুখোমুখি করে দিতে পেরেছি কি-না। আমাদের নিরাপত্তা বাহিনী সেটা করছে।’

নুসরাত হত্যাকাণ্ডের ঘটনায় যে-ই জড়িত থাকুক কাউকে ছাড় দেওয়া হবে না উল্লেখ করে মন্ত্রী বলেন, নুসরাত হত্যাকাণ্ডে পুলিশ সদস্যদের ভূমিকা উল্লেখ করে পুলিশ সদর দফতরে একটি তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। প্রতিবেদনের একটি কপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়েও পাঠানো হবে। সে অনুযায়ী জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here