অস্ট্রেলিয়ায় এক যুবককে সন্ত্রাসীকে সহযোগিতা করায় ৩৮ বছরের কারাদণ্ড

0
229

খবর৭১:সন্ত্রাসী হামলা চালিয়ে নিউ সাউথ ওয়েলসের এক পুলিশ অ্যাকাউন্টেন্টকে হত্যার সহযোগিতার দায়ে আদালত উগ্রপন্থী এক যুবক মিলাদ আতাইকে ৩৮ বছরের কারাদন্ড দিয়েছে। ২০১৫ সালে সে ঘটনাটি ঘটে।

শুক্রবার ২২ বছর বয়সী মিলাদ আতাইকে কারাদণ্ড দেয় অস্ট্রেলিয়ার আদালত। অ্যাকাউন্টেন্ট কারটিস চেং -কে গুলি করারর জন্য ১৫ বছর বয়সী ফরহাদ যাবারকে সহযোগিতা দেয় মিলাদ।

গুলিবিদ্ধ কারটিস চেং সিডনী থানার বাহির প্রাঙ্গনে মারা যান। মিলাদ আতাই যাবারের বোনকে ইসলামীক স্টেট-এ যোগদানে সিরিয়া গমনেও সাহায্য করে।

বিচারক পিটার জনসন বলেন, ‘যদিও আতাই যাবারকে স্বহস্তে বন্দুকের যোগান দেয়নি, কিন্তু সে পুরো ঘটনা সম্পর্কে জানতো এবং এ ঘটনা থামিয়ে দেয়ার চেষ্টা চালায়নি। ’

মিলাদ নিজেকে ইসলামি স্টেটের একজন সমর্থক হিসেবে দাবি করে এবং শুরুতে ক্ষতিগ্রস্থ পরিবারের কাছে এ ঘটনার জন্যে ক্ষমা প্রার্থনা করলেও সম্প্রতি তা প্রত্যাহার করে নেয়।

সে জানায়,‘এই মৃত্যুর জন্যে তার কোনো অপরাধবোধ নেই। ’

৩৮ বছরের কারাদণ্ড হলেও বাস্তবে মিলাদ আতাইকে কমপক্ষে ২৮ বছর ছয় মাস কারাবাস করতে হবে।
খবর৭১/জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here