অসহায় মেধাবী শিক্ষার্থীদের পাশে এসে দাঁড়িয়েছেন নড়াইল এক্সপ্রেস

0
247

 

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধিঃ

আমি, মাশরাফি বিন মোর্ত্তজা নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন এটা আমার নড়াইলের মানুষের স্বাস্থ্য সেবার পরই যেটা আমাদের কাছে অগ্রাধিকার সেটি হচ্ছে শিক্ষা ব্যাবস্থার মান উন্নয়ন, এ লক্ষ্যে নড়াইলের অসহায় দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের জন্য আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, অতিশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আজ এই বিশ্ববিদ্যালয়ের সাথে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন এর একটি চুক্তি সম্পাদিত হয়, এর ফলে এখন থেকে প্রতি বৎসর অন্তত বিশজন (২০) ছাত্র ছাত্রীদেরকে এই বিশ্ববিদ্যালয়ে ১০০% ফ্রি স্কলারশিপে পড়ার সুযোগ করে দিবে। এটা নড়াইলের দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের জন্য অনেক উপকারে আসবে বলে আমি মনে করি এবং আনন্দের কথা হচ্ছে এই ১০০% ফ্রি স্কলারশিপ সুবিধা অতিশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আগামী ১০ বৎসর ও তার অধিক সময় পর্যন্ত নড়াইলের ছাত্র ছাত্রীদের জন্য চালু রাখবে। আমি অতিশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে বিশেষ করে আরিফুল বারী ভাইকে বিশেষ ভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি এরকম একটা মহৎ সহযোগিতা করার জন্য। আমি, মাশরাফি বিন মোর্ত্তজা নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন পেইজে এটা আমার প্রথম পোস্ট,কিভাবে ছাত্র ছাত্রীদেরকে নির্বাচন করা হবে তা পরবর্তীতে জানিয়ে দেয়া হবে।

খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here