অলিম্পিকের উদ্বোধনীতে কিমের বোন যাচ্ছেন দক্ষিণ কোরিয়া

0
333

খবর৭১:শীতকালীন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং-উনের বোন কিম ইয়ো-জং। আগামীকাল শুক্রবার পিয়ংচ্যাংয়ে অলিম্পিকের এ উদ্বোধনী অনুষ্ঠান হবে।

রাজনীতিতে প্রভাবশালী ইয়ো-জং এর উপস্থিতিতেই দুই কোরিয়ার ক্রীড়াবিদরা উদ্বোধনী অনুষ্ঠানে এক পতাকার নিচে মার্চ করবেন। অলিম্পিক গেমসে উত্তর কোরিয়ার অংশগ্রহণের মধ্যে দিয়ে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের বরফ গলবে বলে আশা করা হচ্ছে।
উত্তর কোরিয়ার নেতা কিমের পরিবারের সদস্য হিসাবে ইয়ো-জংই প্রথম দক্ষিণ কোরিয়া যাচ্ছেন।

অলিম্পিকে অংশ নিতে উত্তর কোরিয়ার ২৮০ সদস্যের বেশিরভাগই বুধবার দক্ষিণে পৌঁছান বলে বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে।

উত্তর কোরিয়ার ক্রীড়া মন্ত্রী কিম ইল-গুকের নেতৃত্বে এ দলে ২২৯ চিয়ার লিডারের পাশাপাশি অলিম্পিক কমিটির চার কর্মকর্তা, ২৬ তায়কান্দো প্রদর্শক ও ২১ সাংবাদিক আছেন। বুধবার স্থানীয় সময় সকাল ৯টা ২৮ মিনিটে পশ্চিম সীমান্ত দিয়ে দক্ষিণ কোরিয়ায় পৌঁছেছেন তারা।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here