অর্থমন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংক প্রেসিডেন্টের বৈঠক

0
269

খবর ৭১:  বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে বৈঠক করেছেন। রোববার সকাল ৯টায় বৈঠকটি শুরু হয়ে ১০টায় শেষ হয়। অর্থ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা শাহেদুর রহমান এ তথ্য জানিয়েছেন। বৈঠক শেষে অর্থমন্ত্রী এবং বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান বলেও তিনি জানিয়েছেন।

শনিবার (৩০ জুন) বিকালে ঢাকা পৌঁছান বিশ্বব্যাংক প্রেসিডেন্ট জিম ইয়ং কিম। মূলত রোহিঙ্গাদের পরিস্থিতি সরেজমিনে দেখার জন্যই তিনি বাংলাদেশ সফরে এসেছেন।

এদিকে রোহিঙ্গাদের জন্য ৪৮ কোটি ডলার (তিন হাজার ৯৩৬ কোটি টাকা) অনুদান দেয়ার ঘোষণা দেয় বিশ্বব্যাংক। রোহিঙ্গাদের স্বাস্থ্য, শিক্ষা, পানীয়, পয়ঃনিষ্কাশনসহ সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সংস্থাটির অঙ্গসংগঠন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা এই অনুদান দিচ্ছে।

এদিকে, গতকাল রাতে রোহিঙ্গা সংকট সমাধান বিষয়ে উদ্যোগ নিতে ঢাকায় এসে পৌঁছেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট এবং জাতিসংঘের মহাসচিবের আজ বেলা ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকের কর্মসূচি নির্ধারিত আছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here