অভিষেক টেস্ট সেঞ্চুরি হলো না সাদমানের

0
567

খবর ৭১ঃ

আরেকটু হলেই আমিনুল ইসলাম বুলবুলদের পাশে নাম লেখাতে পারতেন সাদমান ইসলাম। কিন্তু অভিষেক টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরি করা হলো না তার।

লেগ স্পিনার দেবেন্দ্র বিশুর বলে এলবিডাব্লিউ হওয়ার আগে তিনি খেলেছেন ১৯৯ বলে ৬ বাউন্ডারিতে ৭৬ রানের চোখ ধাঁধানো ইনিংস। তামিম ইকবাল কি তাহলে একজন যোগ্য সঙ্গী পেয়ে যাচ্ছে?
সাদমানের আগে সৌম্য-মুমিনুলের মতোই বাজে শট খেলে আউট হন মোহাম্মদ মিঠুন (২৯)। দেবেন্দ্র বিশুর গুগলি বুঝতে না পেরে বলের লাইনে না গিয়ে জায়গায় দাঁড়িয়ে খেলতে চেয়েছিলেন তিনি। বল আঘাত হানে স্টাম্পে। ডানহাতি এই মিডল অর্ডার ব্যাটসম্যান সিরিজে তৃতীয়বারের মতো শিকার হলেন দেবেন্দ্র বিশুর। বোল্ড হলেন টানা দুই ইনিংসে। এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১৭৫ রান।

আজ শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্টে টসে জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশকে ভালো শুরু এনে দেন সৌম্য সরকার এবং অভিষিক্ত সাদমান ইসলাম। ভালো খেলতে খেলতেই হঠাৎ করেই বাজে শট খেলার ইচ্ছা জাগে সৌম্যের (১৯)।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here