অভিযান চালিয়ে ঢাকার সব গ্যাং নিশ্চিহ্ন করে দেয়া হবেঃ ডিএমপি কমিশনার

0
513
নাগরিকরা তথ্যের জন্য ‘সিটিজেন ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম’ অ্যাপ চালু

খবর৭১ঃ

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন, ‘অভিযান চালিয়ে ঢাকায় কিশোর গ্যাংসহ অন্য সব গ্যাং নিশ্চিহ্ন করে দেব। কোনো কিশোর গ্যাংয়ের অস্তিত্ব থাকতে দেব না।’

শনিবার সকাল ১১টার দিকে রাজধানীর লালবাগের হোসনি দালান ইমামবাড়ায় পবিত্র আশুরা উপলক্ষে নিরাপত্তাব্যবস্থা পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি।

ডিএমপি কমিশনার বলেন, কিশোর গ্যাং বলি আর বড় গ্যাং বলি, ঢাকায় গ্যাং বলে কোনো শব্দ থাকবে না। সবাইকে নিশ্চিহ্ন করা হবে। গ্যাং কালচারের বিরুদ্ধে ডিএমপি ‘জিরো টলারেন্স’ নীতি অবলম্বন করেছে। ঢাকায় কোনো গ্যাং থাকবে না।

এসময় তাজিয়া মিছিলে কাউকে নাশকতা করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেন তিনি।

এর আগে শুক্রবার রাতে রাজধানীর হাতিরঝিল এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের সদস্য সন্দেহে ১১০ জনকে আটক করে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here