অভিমানে কিছু হয় না: বিএন‌পিকে না‌সিম

0
327

খবর৭১ঃ বিএনপিকে উদ্দেশ্য ক‌রে সা‌বেক স্বাস্থ্যমন্ত্রী না‌সিম ব‌লে‌ছেন, ‘এখনও সুযোগ আছে, পার্লামেন্টে আসুন। পারলে আমাদের নাজেহাল করুন। অভিমান করে কিছু হয় না। আপনারা না আসলে আমাদেরই লাভ।’

শনিবার (২ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হ‌লে জাগো বাংলা ফাউন্ডিশনের উদ্যো‌গে “সংরক্ষিত নারী আসন: সংসদীয় গণতন্ত্রে নারীর ভূমিকা” শীর্ষক আলোচনা সভায় তি‌নি এসব কথা ব‌লেন।

বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন, ‘পার্লামেন্ট এখন বসেছে। পার্লামেন্টে সবাইকে যেতে হবে। আমরাও যখন বিরোধী দল ছিলাম পার্লামেন্টে গিয়েছি। বিএনপিকে পার্লামেন্টে যেতে হবে।’

নাসিম বলেন, ‘নারীদের ক্ষমতা এমন হয়ে গেছে, নারীরা এখন কোথায় নেই? কিছু‌দিন পরে পুরুষদেরই ক্ষমতার জন্য লড়াই করতে হবে।’

তি‌নি আরও বলেন, ‘বাংলাদেশের অর্ধেক হচ্ছে নারী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণেই নারীর ক্ষমতায়ন হয়েছে। বাংলাদেশে নারীর ক্ষমতায়ন বিশ্বের কাছে উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। আজকে সংসদে প্রায় ৫০ টির মত সংরক্ষিত আসন রয়েছে।’

দল‌ পুরুষ নির্ভর হ‌লে হ‌বে না জা‌নি‌য়ে না‌সিম ব‌লেন, ‘দলকে পুরুষ নির্ভর হলে হবে না। দলে নারী নেতাদের ভূমিকা রাখতে হবে। মহিলা সংসদ যারা হবেন, পার্লামেন্টে গি‌য়ে জনগণের কথা স্পষ্টভাবে বলতে হবে। প্রয়োজনে সরকারের সমোলচনাও করতে হবে।’

ওয়ার্ল্ড ইউনিভার্সিটি ভিসি ও ফাউন্ডেশন এর উপদেষ্টা অধ্যাপক ড আব্দুল মান্নান চৌধুরীর সভাপ‌তি‌ত্বে আলোচনা সভায আরও় উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. ওয়াহেদুজ্জামান চান, নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত এ কে মোহাম্মদ আলী শিকদার, এন টি সি আর সি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এইচ খান প্রমুখ।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here