অভিনেতা সালেহ আহমেদ আর নেই

0
581

খবর ৭১ঃ বর্ষিয়ান অভিনেতা সালেহ আহমেদ আর নেই। আজ বুধবার দুপুর আড়াইটার দিকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মামাতো ভাই অভিনেতা আহসানুল হক মিনু তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। সপ্তাহ খানেক আগে গুরুতর অসুস্থ হলে তাকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। ক্রমেই এই অভিনেতার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। অবশেষে আজ চলে গেলেন তিনি। প্রয়াত নন্দিত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের অসংখ্য নাটকে অভিনয় করে দর্শকের হৃদয়ে নিজের স্থান করে নিয়েছিলেন তিনি।

এছাড়াও ছোট ও বড় পর্দায় নিয়মিতই অভিনয়ে দেখা গেছে তাকে। প্রসঙ্গত, নানা রোগে আক্রান্ত হয়ে সালেহ আহমেদ গত দুইবছর বিছানায় শুয়ে কাটিয়েছেন। ২০১১ সালে স্ট্রোকের পর থেকে তার চিকিৎসার খরচ বহন করতে হিমশিম খাচ্ছিলো এই অভিনেতার পরিবার। গেল জানুয়ারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সালেহ আহমেদের চিকিৎসার জন্য ২৫ লাখ টাকা দেন সঞ্চয়ীপত্র হিসেবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here