অবশেষে স্বীকার করলেন ঢাকা দক্ষিণের মেয়র!

0
402
অবশেষে স্বীকার করলেন ঢাকা দক্ষিণের মেয়র!
ঢাকা দক্ষিণের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

খবর৭১ঃ

অবশেষে ঢাকা দক্ষিণের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন স্বীকার করলেন, ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক। প্রতিদিনই ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। তবে আমরা আপ্রাণ দিয়ে চেষ্টা করছি যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ইতোমধ্যে উল্লেখযোগ্য সংখ্যক রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

রোগী বৃদ্বির খবর প্রকাশের পাশাপাশি সুস্থ হয়ে ফিরে যাওয়াদের খবর প্রকাশের জন্য মেয়র গণমাধ্যম কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এতে মানুষের মাঝে সুস্থতার বিষয়ে বিশ্বাস ফিরে আসবে।

তবে সকল মহলের সম্মিলিত প্রচেষ্টার ফলে জনসাধারণের মধ্যে সার্বিকভাবে সচেতনতা বৃদ্ধি পাচ্ছে এটা আশাব্যাঞ্জক বলে মেয়র সাঈদ খোকন উল্লেখ করেন। এছাড়া আগামীকাল থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে বিনামূল্যে এরোসল স্প্রে বিতরণ করা শুরু হবে বলেও জানান।

আরও পড়ুনঃ ডেঙ্গুজ্বরে আজিমপুর লিটল অ্যাঞ্জেল স্কুলের তৃতীয় শ্রেণি ছাত্রীর মৃত্যু

আজ রবিবার সকালে সোহরাওয়ার্দি হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীদের অবস্থা সরেজমিন পরিদর্শন শেষে গণমাধ্যম কর্মীদের এসব কথা বলেন মেয়র।

এসময় হাসপাতালের পরিচালক প্রফেসর উত্তম কুমার বড়ুয়াসহ সংশ্লিষ্ট চিকিৎসক এবং ডিএসসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগে‌ডিয়ার জেনারেল শ‌রিফ আহমেদ উপস্থিত ছিলেন।

মেয়র সাঈদ হাসপাতালে পুরুষ ও শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন ডেঙ্গু আক্রান্ত রোগীদের শারিরীক অবস্থার সার্বিক খোঁজ-খবর নেন। তাদের সাথে কথা বলে নগর কর্তৃপক্ষ তাদের পাশে আছে ভয় পাওয়ার কোন কারণ নেই বলে তাদের আশ্বস্ত করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here