অবশেষে রেজা কিবরিয়া বৈধ

0
236

খবর৭১ঃ অবশেষে মনোনয়নপত্র বৈধ হল আওয়ামী লীগ সরকারের সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ছেলে ড. রেজা কিবরিয়ার। নৌকা নয়, গণফোরামের প্রার্থী হিসেবে ধানের শীষ নিয়ে হবিগঞ্জ-১ আসন থেকে নির্বাচন করতে যাচ্ছেন তিনি।

শুক্রবার (৭ ডিসেম্বর) আপিলের দ্বিতীয় দিনে শুনানি শেষে কমিশন ট্রাইব্যুনাল তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে।

গত ২৮ নভেম্বর গণফোরাম প্রার্থী হিসেবে হবিগঞ্জের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন ড. রেজা কিবরিয়া। এরপর২ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে ঋণখেলাপির অভিযোগে তার মনোনয়নপত্র বাতিল করা হয়।

ড. রেজা কিবরিয়ার ক্রেডিট কার্ডের মাত্র সাড়ে ৫ হাজার টাকার বিল বকেয়া থাকায় তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা।

আপিলে রেজা কিবরিয়া জানান, দীর্ঘদিন দেশের বাইরে কর্মরত থাকায় বিলটি যথাসময়ে পরিশোধ করা হয়নি। ইতিমধ্যে বকেয়া বিলটি পরিশোধ করা হয়েছে বলেও জানান তিনি। এরপর তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

এদিকে দ্বিতীয় দিনের মতো শুক্রবার সকাল থেকে মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীদের আপিল আবেদনের শুনানি শুরু হয়। রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদাসহ অন্য কমিশনাররা শুনানি করছেন।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here