অবশেষে জনতার দাবির কাছে নতি স্বীকার করেছেন ফরাসি প্রেসিডেন্ট

0
243

খবর৭১:ফ্রান্সে অর্থনৈতিক সংকট এবং জ্বালানীর ওপর কর বাড়ানোর প্রতিবাদে গত ১৭ নভেম্বর থেকে সরকারবিরোধী আন্দোলন শুরু হয়। অবশেষে জনতার দাবির কাছে নতি স্বীকার করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ।

দেশটির নিম্ন আয়ের মানুষদের বেতন বাড়ানোর পাশাপাশি করের বোঝা কমানোর প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

সোমবার রাতে টেলিভিশনে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি এ প্রতিশ্রুতি দেন।

ফরাসি প্রেসিডেন্ট বলেছেন, সামাজিক ও অর্থনৈতিকখাতে জরুরি সংস্কারগুলো আনতে দৃঢ় পদক্ষেপ নেবে সরকার। খুব শীঘ্রই জনগণের ওপর করের বোঝা কমানো হবে।

ম্যাখোঁ বলেন, মাসিক বেতন কমপক্ষে ১০০ ইউরো বাড়ানো হবে। ওভারটাইমের ওপর কোনো কর বসানো হবে না।
খবর৭১/জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here